ঢাকা বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪ 

বাঁচানো গেলো না গাজার সেই নবজাতককে

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৮:২৮, ২৬ এপ্রিল ২০২৪

আপডেট: ১৮:৩৭, ২৬ এপ্রিল ২০২৪

শেয়ার

বাঁচানো গেলো না গাজার সেই নবজাতককে

সম্প্রতি গাজায় ইসরাইলি হামলায় নিহত এক মায়ের গর্ভ থেকে জীবিত উদ্ধার করা হয় এক শিশুকে। এ নিয়ে বিশ্ব গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে সংবাদ প্রচারিত হয়েছে। বিশ্বজুড়ে ফিলিস্তিনি আন্দোলনের সমর্থকদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠে সে। তবে এবার সবাইকে কাঁদিয়ে পৃথিবী থেকে বিদায় নিলো শিশুটি।

বিবিসি জানিয়েছে, বৃহস্পতিবার আল-সাকানি নামের সেই শিশুর মৃত্যু হয়েছে। এর আগে গত রোববার মধ্যরাতের পর দক্ষিণ গাজার রাফাহ হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে মৃত ফিলিস্তিনি মায়ের গর্ভ থেকে জন্ম নেয় শিশু সাবরিন আল-সাকানি। তাকে বাঁচিয়ে রাখার জন্য প্রাণপণ চেষ্টা করেন চিকিৎসকরা। শিশুটিকে বাঁচিয়ে রাখতে হ্যান্ড পাম্প ব্যবহার করে তার ফুসফুসে বাতাস সরবরাহ করা হয়। 

শেষ পর্যন্ত তাকে বাঁচানো গেল না। তার নাম রাখা হয়েছিল মৃত মায়ের নামেই। শিশু সাবরিনকে সমাহিত করা হয়েছে তার মায়ের পাশে। গত শনিবার রাতে রাফাহে ভয়াবহ হামলা চালায় ইসরায়েলি দখলদার বাহিনী। এই হামলায় নিহত ১৯ জনের মধ্যে এক পরিবারের স্বামী, স্ত্রী ও মেয়েও ছিল।

দ্য নিউজ/ এ এ

live pharmacy
umchltd