ঢাকা সোমবার, ২০ মে ২০২৪ 

ইউক্রেনের ড্রোন ও রকেট হামলা, প্রতিহতের দাবি রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:২২, ৯ মে ২০২৪

শেয়ার

ইউক্রেনের ড্রোন ও রকেট হামলা, প্রতিহতের দাবি রাশিয়ার

রাশিয়ার অভ্যন্তরে ড্রোন হামলার চেষ্টা করেছে ইউক্রেন। সীমান্তবর্তী একাধিক অঞ্চলে বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত করেছে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ড্রোনের ভূপাতিত ধ্বংসাবশেষে আহত হয়েছেন বেশ কয়েক জন বেসামরিক নাগরিক। এছাড়া ক্ষতিগ্রস্থ হয়েছে কয়েকটি অবকাঠামোও।

আরটি জানিয়েছে, সবথেকে বেশি ড্রোন হামলা হয়েছে ইউক্রেনের একদম সীমান্তবর্তী শহর বেলগোরদে। বৃহস্পতিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক ঘোষণায় বলেছে, ইউক্রেন রাশিয়ার ভূখণ্ডে সন্ত্রাসী হামলা চালানোর চেষ্টা করেছে। এ জন্য তারা ব্যবহার করেছে চেক প্রজাতন্ত্রের তৈরি আরএম-৭০ ভ্যাম্পায়ার রকেট লঞ্চার ও ড্রোন।

রুশ কর্মকর্তারা জানিয়েছেন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো অন্তত ১৫টি মিসাইল ও একটি ড্রোন ধ্বংস করেছে। বেশিরভাগ আক্রমণ হয়েছে বেলগোরদ অঞ্চলে, এছাড়া হামলা হয়েছে ব্রায়ানস্ক ও কার্স্ক অঞ্চলেও।

দ্য নিউজ/ এ এ

live pharmacy
umchltd