ঢাকা শুক্রবার, ১৭ মে ২০২৪ 

সৌদিতে চিরুনি অভিযান, গ্রেপ্তার ১৯ হাজার অভিবাসী

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৩০, ২৯ এপ্রিল ২০২৪

শেয়ার

সৌদিতে চিরুনি অভিযান, গ্রেপ্তার ১৯ হাজার অভিবাসী

অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে চিরুনি অভিযান চালিয়েছে সৌদি আরব। এ অভিযানে গত এক সপ্তাহে ১৯ হাজারের বেশি অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে।

গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়, বসবাস বা কাজের অনুমতি না থাকা এবং সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে তাদের আটক করা হয়েছে। সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আটক ব্যক্তিদের মধ্যে প্রায় ১২ হাজার জনের বিরুদ্ধে রেসিডেন্সি আইন ভঙ্গের অভিযোগ করা হয়েছে। এ ছাড়া সীমান্ত নিরাপত্তা বিধি-লঙ্ঘনের অভিযোগে ৪ হাজার ৩৬৭ জন এবং ২ হাজার ৬৯৬ জনের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ করা হয়েছে।

জানা গেছে, আটক ব্যক্তিদের মধ্যে ৬১ শতাংশ ব্যক্তি ইথিওপিয়ার নাগরিক। এ ছাড়া ইয়েমেনের রয়েছেন ৩৬ শতাংশ নাগরিক। এর বাইরে বাকিরা অন্যান্য দেশের নাগরিক।

 

দ্য নিউজ/ এ এ

live pharmacy
umchltd