ঢাকা সোমবার, ২০ মে ২০২৪ 

গাজায় হত্যাকাণ্ড বন্ধের দাবিতে ঠাকুরগাঁওয়ে সমাবেশ

ঠাকুরগাঁও সংবাদদাতা

প্রকাশিত: ১৭:০১, ৯ মে ২০২৪

শেয়ার

গাজায় হত্যাকাণ্ড বন্ধের দাবিতে ঠাকুরগাঁওয়ে সমাবেশ

গাজায় হত্যাকাণ্ড বন্ধ ও যুদ্ধবিরতির দাবিতে ঠাকুরগাঁওয়ে ছাত্র-জনতা সংহতি সমাবেশ করেছেন ফিলিস্তিন সংহতি মঞ্চ। বৃহস্পতিবার দুপুর ২টায় শহরের চৌরাস্তায় ফিলিস্তিন সংহতি মঞ্চ ঠাকুরগাঁও জেলার শাখার ব্যানারে `Stop Genocide in Gaza Ceasefire Now` শিরোনামে সমাবেশটি অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকসহ সাধারণ মানুষ অংশ নেয়।

 

সমাবেশে বক্তারা বলেন, গাজায় আর কত গণহত্যা চলবে। এভাবে একটি দেশকে পঙ্গু করতে পারে না। সাধারণ মানুষ আজ বেঁচে থাকা দায় হয়েছে। অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করার দাবি জানান বক্তারা।

 

সমাবেশে সংগঠনটির আহ্বায়ক সেতেরা বেগম, সদস্য সচিব মাহবুব আলম রুবেল, সিপিবি জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাড.আবু সায়েম, লেখক আজমত রানা, উদীচীর সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক রিজু সহ অনেকে উপস্থিত ছিলেন।  

দ্য নিউজ/এমএম

live pharmacy
umchltd