ঢাকা সোমবার, ২০ মে ২০২৪ 

ফলাফল মেনে নিতে পারবেন না ট্রাম্প: বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:০০, ৯ মে ২০২৪

শেয়ার

ফলাফল মেনে নিতে পারবেন না ট্রাম্প: বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আসন্ন নির্বাচনে হারলে সেই ফলাফল মেনে নিতে পারবেন না ট্রাম্প। বুধবার এমন মন্তব্য করেছেন বাইডেন।

এনবিসি জানিয়েছে, সিএনএন এ এক সাক্ষাৎকারে বিভিন্ন বিষয়ে কথা বলেছেন বাইডেন। তিনি বলেন, তিনি হয়ত নির্বাচনের ফলাফল মেনে নিতে পারবেন না। আমি জানি তিনি পারবেন না।

 

তবে ট্রাম্প কয়েকদিন আগে আরেক সাক্ষাৎকারে বলেছিলেন, ফলাফল যা ই আসুক, আমি আনন্দের সাথে তা গ্রহণ করবো। এর আগেও বারংবার নির্বাচনের বিভিন্ন বিষয়ে ট্রাম্পের বিরুদ্ধে কথা বলেছেন বাইডেন। এমনকি ট্রাম্পকে গণতন্ত্রের হুমকি বলেও আখ্যা দিয়েছে বাইডেন শিবির।

বিশ্বে চলমান বিভিন্ন সংঘাতে অস্ত্র ও সামরিক সহায়তা প্রদানের বিষয়ে চাপের মুখে রয়েছে বাইডেন প্রশাসন। তাছাড়া গাজা ইস্যুতে বর্তমানে উত্তাল মার্কিন বিভিন্ন বিশ্ববিদ্যালয়। বিক্ষোভকারীরা সরাসরিই এই যুদ্ধের জন্য বাইডেন সরকারের ব্যর্থতাকে দায়ী করছেন।

 

বেসরকারি বিভিন্ন জরিপে দেখা গিয়েছে বিশ্বে যুদ্ধাবস্থা বিরাজ করার কারণে মার্কিনিদের মধ্যে ডেমোক্রেটদের প্রতি আস্থা কমেছে। তবে জনমতের দিক থেকে আগামী নির্বাচনে পরস্পরের খুব কাছাকাছি অবস্থানে রয়েছেন ট্রাম্প ও বাইডেন।

দ্য নিউজ/ এস এস

live pharmacy
umchltd

সম্পর্কিত বিষয়: