ঢাকা সোমবার, ২০ মে ২০২৪ 

কোম্পানি নিজেই জানেনা শেয়ারদর বৃদ্ধির কারণ

অর্থনৈতিক প্রতিবেদক

প্রকাশিত: ১১:৫৭, ৯ মে ২০২৪

শেয়ার

কোম্পানি নিজেই জানেনা শেয়ারদর বৃদ্ধির কারণ

পুঁজিবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি মিথুন নিটিং অ্যান্ড ডাইং লিমিটেডের শেয়ারের দাম অস্বাভাবিক ভাবে বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য বা কারণ নেই। ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এমন তথ্য জানিয়েছে কোম্পানির কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার  ডিএসই ও সিএসই ‍সূত্রে এ তথ্য জানা গেছে। সম্প্রতি মিথুন নিটিং অ্যান্ড ডাইং শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে ডিএসই পৃথক চিঠি পাঠায়। ওই চিঠির জবাবে কোম্পানির কর্তৃপক্ষ ডিএসইকে জানিয়েছে, কোনো প্রকার অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই তাদের শেয়ারের দাম বাড়ছে।

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, মিথুন নিটিং অ্যান্ড ডাইংয়ের গত ২ মে শেয়ারের দাম ছিল ১৮.৯০ টাকায়। আর ৮ মে কোম্পানির লেনদেন শেষে দাঁড়িয়েছে ২৪.৯০ টাকায়। অর্থাৎ গত ৪ কার্যদিবসে শেয়ারটির দর বেড়েছে ৬ টাকা বা ৩২ শতাংশ। এভাবে কোম্পানির শেয়ারের দাম বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।

দ্য নিউজ/ এমআরএন

live pharmacy
umchltd