ঢাকা সোমবার, ২০ মে ২০২৪ 

ডলারের দামে বড় লাফ

অর্থনৈতিক প্রতিবেদক

প্রকাশিত: ১৭:০৬, ৮ মে ২০২৪

শেয়ার

ডলারের দামে বড় লাফ

হঠাৎ করেই অস্বাভাবিকহারে বাড়লো ডলারের দাম। বাজারে চা‌হিদার তুলনায় সরবরাহ কম এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের শর্তের কারণে ডলারের দাম এক লাফে ৭ টাকা বা‌ড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

দীর্ঘদিন ১১০ টাকায় থাকা ডলারের অফিসিয়াল রেট একদিনে ১১৭ টাকায় উন্নীত করা হয়েছে।  বুধবার  এ বিষয়ে একটি সার্কুলার জা‌রি করেছে বাংলাদেশ ব্যাংক। এতে বলা হয়, এখন থেকে ক্রলিং পেগ নামে নতুন পদ্ধতিতে ডলার কেনা-বেচা হবে। এ পদ্ধতিতে আজ ডলারের রেট নির্ধারণ করা হয়েছে ১১৭ টাকা।

গত বছরের সেপ্টেম্বর থেকে আজ পর্যন্ত ডলারের দাম ছিল ১১০ টাকা। যা ছিল অ্যাসোসিয়েশন অব ব্যাংকারস বাংলাদেশ (এবিবি) এবং বাফেদা নির্ধারিত ডলার রেট।

live pharmacy
umchltd