ঢাকা সোমবার, ২০ মে ২০২৪ 

ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে রাশিয়ার মিসাইল বৃষ্টি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৮:৩৪, ৮ মে ২০২৪

শেয়ার

ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে রাশিয়ার মিসাইল বৃষ্টি

ইউক্রেনের জ্বালানি অবকাঠামো টার্গেট করে ব্যাপক মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেন দাবি করেছে, ৭০টিরও বেশি মিসাইল ও ড্রোন হামলা হয়েছে। ইউক্রেনের রাজধানী কিয়েভসহ অন্তত ছয় শহরে আছড়ে পড়েছে রুশ মিসাইল। ধারণা করা হচ্ছে, এর আগে রাশিয়ার লুহানস্কে ইউক্রেনের এক মিসাইল হামলার জবাবেই এই বিশাল মিসাইল বৃষ্টি চালিয়েছে দেশটি। 
ইউক্রেন জানিয়েছে, অন্তত ৫০টি মিসাইল ও ২০টি ইরানের তৈরি শাহেদ ড্রোন পাঠিয়েছে মস্কো। এই হামলার নিন্দা জানিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি দাবি করেছেন, এ হামলায় অনেক বেসামরিক বাড়িঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে। রাশিয়া যে-সব শহরকে টার্গেট করেছিল, তার মধ্যে রয়েছে- লিভভ, জাপোরিশিয়া এবং দক্ষিণ ও পশ্চিমাঞ্চলীয় কিছু এলাকা। 
হামলার ফলে ইউক্রেনের অন্তত ৯টি অঞ্চল বিদ্যুৎহীন হয়ে পড়ে। এখনও বিদ্যুৎ সংকটের কোনো সমাধান করতে পারেনি দেশটির নিয়ন্ত্রক সংস্থা ইউক্রেনের্গো। 
 

দ্য নিউজ/ এ এ

live pharmacy
umchltd