ঢাকা সোমবার, ২০ মে ২০২৪ 

লজ্জার ম্যাচেও বাংলাদেশের গৌরবের রেকর্ড

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০:১২, ৯ মে ২০২৪

শেয়ার

লজ্জার ম্যাচেও বাংলাদেশের গৌরবের রেকর্ড

ভারতের কাছে পাত্তাই পেলো না বাংলাদেশ নারী ক্রিকেট দল। ঘরের মাঠে হলো হোয়াইটওয়াশড। আজ টানা পঞ্চম হারের ম্যাচে অবশ্য গৌরবের একটি রেকর্ড গড়েছে বাংলাদেশের মেয়েরা।

আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারতের দেয়া ১৫৭ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৩৫ রান তোলে বাংলাদেশ। রান তাড়ায় ব্যাটিংয়ে নেমে দলীয় ৫২ রানে পাঁচ উইকেট হারানো বাংলাদেশ ষষ্ঠ উইকেটে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয়। ঋতু মণি এবং শরিফা খাতুন ৫৭ রানের জুটিতে বিপদ সামাল দেন। এই পার্টনারশিপ জয়ের জন্য যথেষ্ট না হলেও এতে রেকর্ড গড়েন ঋতু ও শরিফা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের ৬ষ্ঠ উইকেটে সর্বোচ্চ রানের জুটি এটি। এতে ভাঙে সানজিদা ইসলাম ও নিগার সুলতানা জ্যোতির ৩২ রানের জুটির রেকর্ডটি।

এই ম্যাচে আরো একটি রেকর্ড হয়। বাংলাদেশ ও ভারতের মোট দলীয় সংগ্রহ ২৯১ রান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দুই নারী দলের সর্বোচ্চ মোট সংগ্রহের রেকর্ড এটি। আগের রেকর্ডটি ছিল ২৮৩ রানের, ২০১৮ সালের জুনে কুয়ালালামপুরে।

দ্য নিউজ/ এআই

live pharmacy
umchltd