ঢাকা সোমবার, ২০ মে ২০২৪ 

ব্যাটিংয়ে উন্নতির জায়গা দেখছেন জ্যোতি

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:৪৬, ৯ মে ২০২৪

শেয়ার

ব্যাটিংয়ে উন্নতির জায়গা দেখছেন জ্যোতি

ভারত সিরিজজুড়ে ব্যাটিং ব্যর্থতা দেখিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। পঞ্চম টি-টোয়েন্টিতে ১৩০-এর বেশি রান তুলতে সক্ষম হলেও বাকি চার ম্যাচের কোনোটিতে ব্যাট হাতে ছন্দ দেখাতে পারেনি টাইগ্রেসরা। আজ ভারতের কাছে হোয়াইটওয়াশড হয়ে ব্যাটিং বিভাগের উন্নতি করতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

ভারত সিরিজে প্রথম টি-টোয়েন্টিতে ১০১ রানে অলআউট হয় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে টাইগাররা থামে ১১৯ রানে। তৃতীয় ম্যাচে ১১৭ রান তোলা টাইগ্রেসরা চতুর্থ ম্যাচে সংগ্রহ করে ৬৮ রান। আর আজ ভারতের দেওয়া ১৫৭ রানের টার্গেটে ১৩৫ রান তুলতে সমর্থ্য হয় বাংলাদেশ। পঞ্চম টি-টোয়েন্টি শেষে টাইগ্রেস অধিনায়ক জ্যোতি বলেন, ‘(ভারত সিরিজে) কঠিন একটা সময় পার করেছি আমরা। তবে আজ ব্যাটারদের পারফরম্যান্স তুলনামূলক ভালো ছিল। যদিও আমাদের ব্যাটিংয়ে উন্নতি করতে হবে। যেমন ব্যাটাররা থিতু হতে হতে আউট হয়ে যাচ্ছে। অবশ্য ঋতু দেখিয়েছে, কীভাবে ব্যাটিংটা করতে হয়।’ আজ বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ ৩৭ রান তোলেন ঋতু মণি।

বোলিং বিভাগের প্রশংসা করে জ্যোতি বলেন, ‘রাবেয়া এবং নাহিদা- উভয়ই দুর্দান্ত বোলিং করছে। সিরিজে দুর্দান্ত করেছে মারুফা।’

দ্য নিউজ/ এআই

live pharmacy
umchltd