ঢাকা সোমবার, ২০ মে ২০২৪ 

জয়ের কৃতিত্ব দেওয়া হয় না, তাসকিনের আক্ষেপ

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৮:৩২, ৯ মে ২০২৪

শেয়ার

জয়ের কৃতিত্ব দেওয়া হয় না, তাসকিনের আক্ষেপ

জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। ওয়ার্ল্ডকাপের আগে জিম্বাবুয়ে সিরিজ দিয়ে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট জাতীয় দল। তবে প্রশ্ন উঠেছে, বিশ্বকাপে কোয়ালিফাই করতে না পারা জিম্বাবুইয়ানদের বিপক্ষে প্রস্তুতি কতটা জুতসই হবে টাইগারদের? সিকান্দার রাজাদের হারিয়ে ‘ফেইক কনফিডেন্স’ জড়ো করছে না তো নাজমুল হোসেন শান্তরা? টাইগার পেসার তাসকিন আহমেদের কাছে জয়ের ধারায় থাকাটা গুরুত্বপূর্ণ বিষয়। একইসঙ্গে তার ক্ষোভ, জয় পেলে কৃতিত্ব দেওয়া হয় না তাদের।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ হয়নি জিম্বাবুয়ের। বাছাইপর্বে উগান্ডার কাছে হারে দলটি। বিশ্বকাপে সুযোগ না পাওয়া এই জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ খেলছে বাংলাদেশ। টানা তিন জয়ে ইতোমধ্যে নিশ্চিত করেছে সিরিজ। আজ মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে তাসকিন আহমেদ বলেন, ‘ফেইক কনফিডেন্স না। ভালো করলে আত্মবিশ্বাস বাড়ে। হয়তো কন্ডিশনের দিক থেকে (এসব কথা বলা হচ্ছে)।’

তাসকিন বলেন, ‘জিম্বাবুয়ে নিয়ে যত কথাই হচ্ছে… যদি একটা ম্যাচ হেরে যাই তখন কিন্তু আবার অন্যরকম কথা উঠবে যে, জিম্বাবুয়ের সঙ্গে হেরেছে। জিতলে কৃতিত্ব খুব কম পাই। দুর্ভাগ্যবশত আমাদের অনেক ধরনের কথাই শুনতে হয়।’

প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে আইসিসির বড় কোনো টুর্নামেন্ট। দেশটিতে ম্যাচ খেলার অভিজ্ঞতা নেই বাংলাদেশি ক্রিকেটারদের। নতুন কন্ডিশনে বিশ্বকাপ খেলার বিষয়ে তাসকিন বলেন, ‘আমরা এখনও জানি না যুক্তরাষ্ট্রের কন্ডিশন কেমন হবে। হয়তো ড্রপ ইন উইকেটে খেলা হবে। আমাদের বেশিরভাগ ক্রিকেটারের ঐ কন্ডিশনে খেলার অভিজ্ঞতা নেই। সেখানে গিয়ে মানিয়ে নিতে হবে নতুনভাবে। কন্ডিশন তো বদলাতে পারব না। তবে আরেকটু স্পোর্টিং কন্ডিশন হলে হয়তো ভালো হতো।’  

বিশ্বকাপের  আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। বিষয়টিকে ইতিবাচক মনে করছেন তাসকিন। তিনি বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিনটি ম্যাচ খেলব এটা খুব ভালো দিক। দ্রুত মানিয়ে নেওয়ার ক্ষেত্রে সহায়ক হতে পারে।’

দ্য নিউজ/ এআই

live pharmacy
umchltd