ঢাকা সোমবার, ২০ মে ২০২৪ 

মোস্তাফিজকে ফেরানোর কারণ জানালেন তাসকিন

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৬:২৪, ৯ মে ২০২৪

শেয়ার

মোস্তাফিজকে ফেরানোর কারণ জানালেন তাসকিন

আইপিএলে ফর্ম দেখিয়েছেন মোস্তাফিজুর রহমান। বল হাতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন সর্বোচ্চ উইকেট শিকারীদের তালিকায়। তবে দুর্দান্ত মোস্তাফিজ খেলতে পারেননি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটির পুরো আসর। জাতীয় দলের খেলা থাকায় আইপিএলের মাঝপথেই দেশে ফেরেন কাটার মাস্টার। এতে সমালোচনাও শুরু হয়। অনেকের দাবি, জিম্বাবুয়ে সিরিজ নয়; আইপিএলে বিশ্বসেরা ব্যাটারদের মোকাবিলায় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি পূর্ণ করতে পারতেন দ্য ফিজ। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন বাংলাদেশের আরেক পেসার তাসকিন আহমেদ।

আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে ৯ ম্যাচে ১৪ উইকেট পেয়েছেন মোস্তাফিজুর রহমান। দেশে ফেরার আগ পর্যন্ত যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন। জিম্বাবুয়ে সিরিজের ঢাকা পর্বে বাংলাদেশের স্কোয়াডে ফিরেছেন মোস্তাফিজ। আজ মিরপুরে সংবাদ সম্মেলনে মোস্তাফিজকে নিয়ে তাসকিন বলেন, ‘আল্লাহর রহমতে মোস্তাফিজ এবারের আইপিএলে অনেক ভালো করেছে। আমার মনে হয় ওকে আনার কারণ টিম প্ল্যানিং ও কালচারে যাতে ভূমিকা রাখতে পারে।’

গত ১ মে দেশে ফিরলেও জিম্বাবুয়ে সিরিজের প্রথম তিন ম্যাচে ছিলেন না মোস্তাফিজ। তাসকিনের ভাষ্য, আইপিএলের ধকল কাটিয়ে উঠতেই মোস্তাফিজকে বিশ্রাম দেওয়া হয়। তাসকিন বলেন, ‘তার জন্য কয়েকদিন বিশ্রামের ব্যবস্থা করা হয়েছিল। কারণ সে আমাদের মূল বোলার। আইপিএল ভালো কেটেছে, যথেষ্ট অভিজ্ঞতা হয়েছে। সবাই ফ্রেশ ও ফিট থাকলে ভালো কিছু হবে ইনশাআল্লাহ।’

কয়েক বছর আগেও স্পিনার নির্ভর দল ছিল বাংলাদেশ। বর্তমানে পেসাররাই টাইগারদের বোলিং আক্রমণের মূল অস্ত্র। বিষয়টি ইতিবাচক হিসেবে দেখছেন তাসকিন। তিনি বলেন, ‘আগের চেয়ে অনেক বেশি ফাস্ট বোলার উঠে আসছে, এটা অনেক ভালো লক্ষ্মণ। জাতীয় দলে পেসাররা আগের চেয়ে ধারাবাহিক হয়েছি এটা ঘরোয়া ক্রিকেটেও অনুপ্রেরণা দেয়। সুযোগ পেলে আমাদের পেসাররা যদি বাইরে ফ্র্যাঞ্চাইজি লীগও খেলে, সব মিলিয়ে উন্নতি আরো বেশি হবে। ফাস্ট বোলারদের প্রসেসটা অনেক ভালো হয়েছে। সবাই আগের চেয়ে বেশি সিরিয়াস। এই জিনিসগুলো সহায়তা করছে বোলারদের ভালো করতে। আমার বিশ্বাস এই ধারাবাহিকতা থেকে সামনে আরো ভালো কিছু হবে।’

দ্য নিউজ/ এআই

live pharmacy
umchltd