ঢাকা সোমবার, ২০ মে ২০২৪ 

টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৫:৩৫, ৯ মে ২০২৪

আপডেট: ১৫:৪৭, ৯ মে ২০২৪

শেয়ার

টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সেপ্টেম্বরে বাংলাদেশে বসবে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। ওয়ার্ল্ডকাপের প্রস্তুতি সারতে ঘরের মাঠে ভারতকে আতিথ্য দিচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তবে প্রস্তুতিটা জুতসই হচ্ছে না টাইগ্রেসদের। টানা চার ম্যাচ হেরেছে নিগার সুলতানা জ্যোতির দল। আজ হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে ভারতের মুখোমুখি হচ্ছে বাঘিনীরা। সিলেটে বিকাল ৪টায় শুরু হবে ম্যাচটি। তার আগে টসে জিতে বাংলাদেশকে বোলিংয়ে আমন্ত্রণ জানালেন ভারত অধিনায়ক হারমানপ্রীত কর।

বাংলাদেশের একাদশে তিনটি পরিবর্তন এসেছে। মুর্শিদা খাতুন, মারুফা আক্তার, হাবিবা ইসলামের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন সোবহানা মোস্তারি, ঋতু মণি এবং ফারিহা তৃষ্ণা। ভারত মাঠে নামছে উইনিং ইলেভেন নিয়ে।

বাংলাদেশ একাদশ

দিলারা আক্তার, রাবেয়া হায়দার, নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), স্বর্ণা আক্তার, ঋতু মণি, সোবহানা মোস্তারি, শরিফা খাতুন, রাবেয়া খান, নাহিদা আক্তার, সুলতানা খাতুন এবং ফারিহা তৃষ্ণা।

ভারত একাদশ

শেফালি ভার্মা, স্মৃতি মান্ধানা, দয়ালান হেমালতা, হারমানপ্রীত কর (অধিনায়ক), রিচা ঘোষ, সাজিবন সাজানা, পূজা বস্ত্রকার, দীপ্তি শর্মা, আশা সোবজানা, তিতাস সাধু এবং রাধা যাদব।

দ্য নিউজ/ এআই

live pharmacy
umchltd