ঢাকা সোমবার, ২০ মে ২০২৪ 

আইপিএল নিয়ে আফসোস নেই তাসকিনের

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৫:১৫, ৯ মে ২০২৪

শেয়ার

আইপিএল নিয়ে আফসোস নেই তাসকিনের

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) ফ্র্যাঞ্চাইজিগুলোর পছন্দের তালিকায় ছিলেন তাসকিন আহমেদ। তবে জাতীয় দলের সীমাবদ্ধতায় ভারতীয় টি-টোয়েন্টি টুর্নামেন্টটি খেলা হয়নি টাইগার পেসারের। অঢেল অর্থ উপার্জনের সুবর্ণ সুযোগ হাতছাড়া হলেও তাসকিন বললেন, আফসোস নেই তার।

গত আইপিএলে লখনৌ সুপার জায়ান্টসের ডাক পেয়েছিলেন তাসকিন আহমেদ। চলতি আসরের আগেও নিলামে নাম জমা দিয়েছিলেন তিনি। তবে বোর্ডের আপত্তির মুখে নাম প্রত্যাহার করে নেন তাসকিন। যদিও পরে কলকাতা নাইট রাইডার্স ও পাঞ্জাব কিংসের পক্ষ থেকে তার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তবে বিসিবির আপত্তিতে শেষ পর্যন্ত কোনো দলের সঙ্গে চুক্তি করেননি তিনি।

আগামীকাল মিরপুরে পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। আজ মিরপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাসকিন আইপিএল নিয়ে বলেন, ‘যে জিনিসটা চলে গেছে এটা তো আর নিয়ন্ত্রণে নেই। ইনশাআল্লাহ সামনে খেলব, সামনে অবসর সময় পাব। শুধু আইপিএল না, আরো অনেক লীগ আছে। নীতি প্রায় একই। একেকজনের বডি টাইপ একেক রকম। এজন্য বোর্ড সতর্ক থাকে।’

তাসকিন বলেন, ‘ফাস্ট বোলার, যাদের দেখছেন সবারই কোনো না কোনো ইনজুরি ম্যানেজ করতে হচ্ছে। হয়তো আমার বডি টাইপ বা বোলিং টাইপ ডিফারেন্ট এজন্য আমি এবার যেতে পারিনি। আমার তো টেস্ট খেলারও কথা ছিল। শেষ মুহূর্তে কাঁধের চোট সারিয়ে উঠতে আমি বিরতিতে গেছি, হয়তো ভবিষ্যতে খেলব ইনশাআল্লাহ, আফসোস নাই কোনো। শুধু দোয়া করবেন।’

দ্য নিউজ/ এআই

live pharmacy
umchltd