ঢাকা সোমবার, ২০ মে ২০২৪ 

হেরেও রেকর্ড জিম্বাবুয়ের

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:৩৩, ৭ মে ২০২৪

শেয়ার

হেরেও রেকর্ড জিম্বাবুয়ের

টি-টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ হয়নি জিম্বাবুয়ের। বাছাইপর্বে উগান্ডার কাছে হেরে কপাল পোড়ে দলটির। এবার বাংলাদেশ সিরিজেও নাকানিচুবানি খাচ্ছে সিকান্দার রাজারা। চট্টগ্রামে টানা তিন হারে ইতোমধ্যে সিরিজ হাতছাড়া হয়েছে সফরকারীদের। আজ তৃতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের কাছে ৯ রানে হারে জিম্বাবুয়ে। তবে হারের ম্যাচেও একটি রেকর্ড গড়েছে দলটি।

সাগরিকায় বাংলাদেশের দেওয়া ১৬৬ রানের টার্গেটে নেমে ব্যাটিং ধসে পড়ে জিম্বাবুয়ের লাইনআপ। মাত্র ৯১ রানে হারায় ৮ উইকেট। দলের বিপদে ব্যাট হাতে দৃঢ়তা দেখান ওয়েলিংটন মাসাকাদজা ও ফারাজ আকরাম। গড়েন ৫৪ রানের জুটি। যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৯ম উইকেটে জিম্বাবুয়ের সর্বোচ্চ রানের পার্টনারশিপ। ভাঙেন চিগুম্বুরা ও প্রোস্পার উৎসিয়ার ৩১ রানের রেকর্ড জুটি।

মাসাকাদজা ও আকরামের এই জুটিতেই বাংলাদেশের বিপক্ষে জয়ের সম্ভাবনা জাগিয়েছিল জিম্বাবুয়ে। যদিও শেষ পর্যন্ত হারে ৯ রানে। ১৪ বলে ১ বাউন্ডারিতে ১৩ রানের কার্যকরী ইনিংস খেলেন মাসাকাদজা। আর ১৯ বলে ২টি করে চার-ছক্কায় ৩৪ রানে অপরাজিত থাকেন ফারাজ আকরাম।

দ্য নিউজ/ এআই

live pharmacy
umchltd