ঢাকা সোমবার, ২০ মে ২০২৪ 

চ্যাম্পিয়নস লীগ

ডর্টমুন্ডকে এনরিকের ‘ফরাসি’ ‍হুমকি

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:১২, ৭ মে ২০২৪

শেয়ার

ডর্টমুন্ডকে এনরিকের ‘ফরাসি’ ‍হুমকি

বর্ণাঢ্য ক্লাব ইতিহাসে প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) একমাত্র অপ্রাপ্তি চ্যাম্পিয়নস লীগ। প্রতিযোগিতাটিতে লা প্যারিসিয়ানদের সর্বোচ্চ অর্জন ফাইনাল খেলা। ২০২০ সালে সেবার বায়ার্ন মিউনিখের কাছে হেরে শিরোপাবঞ্চিত হয় প্যারিসের দলটি। পিএসজির সামনে আরো একটি ফাইনালের হাতছানি। তবে সেমিফাইনালের প্রথম লেগে বরুশিয়া ডর্টমুন্ডের কাছে হেরে ব্যাকফুটে পিএসজি। যদিও ঘরের মাঠে প্রত্যাবর্তনের প্রত্যয় ব্যক্ত করেছেন কোচ লুইস এনরিকে। দিয়েছেন ফরাসি ভাষায় হুমকি।

চ্যাম্পিয়নস লীগ সেমিফাইনালের প্রথম লেগে বরুশিয়া ডর্টমুন্ডের কাছে ১-০ গোলে হারে পিএসজি। আজ রাত ১টায় পার্ক দেস প্রিন্সেসে মঞ্চস্থ হবে দ্বিতীয় লেগের খেলা। ম্যাচের আগে ট্রেনিং গ্রাউন্ডে কোচ লুইস এনরিকে ফরাসি ভাষায় বলেন, ‘ওন ভা গ্যাংই’। ফরাসি বাক্যটির বাংলা অর্থ আমরা জিততে চলেছি। হাসতে হাসতে এনরিকে বলেন, ‘এই একটি বাক্যই আমি ফরাসি ভাষায় বলতে পারি। একইসঙ্গে আমি বিশ্বাসও করি যে, আজকে জিতব আমরা।’

প্রথম লেগ হারায় দ্বিতীয় লেগে আত্মবিশ্বাসে ডর্টমুন্ডের চেয়ে পিছিয়ে থাকবে পিএসজি, এমন বিশ্বাস অনেকের। তবে কোচ এনরিকে থাকতে চান ইতিবাচক। তিনি বলেন, ‘কিছু লোক সব সময়ই নেতিবাচক কথা বলবে। যদি আমরা হারি, তাহলে প্রতিপক্ষের প্রশংসা করব আমরা। আমরা হতাশ হলেও ঘুরে দাঁড়িয়ে নতুন উদ্যমে কাজ চালিয়ে যাব।’

প্রথম লেগে ১-০ গোলে হারায় ফাইনালে পৌঁছাতে এই ম্যাচে ন্যূনতম ২-০ গোলের জয় পেতে হবে পিএসজির। কোচ এনরিকে বলেন, ‘দুই গোলের ব্যবধানে জয় পাওয়া আমাদের লক্ষ্য নয়, আমাদের লক্ষ্য জয়।’

দ্য নিউজ/ এআই

live pharmacy
umchltd