ঢাকা রোববার, ১৯ মে ২০২৪ 

কোহলিকে নিয়ে আলাদা চিন্তা নেই পাকিস্তানের

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৫:১৭, ৭ মে ২০২৪

শেয়ার

কোহলিকে নিয়ে আলাদা চিন্তা নেই পাকিস্তানের

টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপপর্বে মঞ্চস্থ হবে ভারত-পাকিস্তান মহারণ। ম্যাচটিতে পাকিস্তানের চিন্তার কারণ হতে পারেন দুর্দান্ত বিরাট কোহলি। তবে ভারতীয় ব্যাটার নিয়ে কোনো আলাদা পরিকল্পনা নেই বলে জানালেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিরাট কোহলির গড় রান ৫১.৭৬। বোঝাই যাচ্ছে, সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে ধারাবাহিক ভালো খেলেন ভারতীয় ব্যাটার। পাকিস্তানের বিপক্ষে কিং কোহলির রেকর্ড আরো উজ্জ্বল, গড় রান ৮১.৩৩। দুই দলের শেষ দেখাতেও কোহলির কাছেই হেরেছে পাকিস্তান। নিঃসন্দেহে বিশ্বকাপ ম্যাচের আগে কোহলি আলাদাভাবে থাকবে পাকিস্তানের চিন্তায়। তবে অধিনায়ক বাবর আজমের ভাষ্য,  কোহলিকে নিয়ে আলাদাভাবে নয়, পুরো ভারত দলকে নিয়ে পরিকল্পনা করবে পাকিস্তান। আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে দেশ ছাড়ার আগে বাবর বলেন, ‘দল হিসেবে তাদের শক্তিমত্তা বিবেচনায় নিয়ে আপনাকে পরিকল্পনা করতে হবে। আমরা কোনো খেলোয়াড়কে নিয়ে আলাদা পরিকল্পনা করছি না। আমরা ১১ জন নিয়েই পরিকল্পনা করি।’

এবারের বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ হবে নিউইয়র্কে। নতুন এই মাঠ দুই দলের জন্যই অপরিচিত। বাবর বলেন, ‘আমরা নিউইয়র্কের কন্ডিশন সম্পর্কে খুব বেশি জানি না, আবহাওয়ার কথা মাথায় রেখে পরিকল্পনা করা হবে। কোহলি অন্যতম সেরা ক্রিকেটার, সে হিসেবে তাকে নিয়ে পরিকল্পনা করা হবে।’

বিশ্বকাপের আগে আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরে ৭টি টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান। সেখানে পরীক্ষার সুযোগ দেখছেন বাবর, ‘বিশ্বকাপ কাছেই, এখন পরিবর্তনের জন্য পর্যাপ্ত সময় নেই। বিশ্বকাপের আগে যেসব ম্যাচ বাকি আছে, সেখানে আমরা বিশ্বকাপে যে দলটা খেলাতে চাই, তাদের সুযোগ দেওয়ার চেষ্টা করব। আমরা আমাদের সেরা একাদশ নিয়ে বাকি ম্যাচগুলো খেলব।’

২ জুন স্বাগতিক যুক্তরাষ্ট্র ও কানাডার ম্যাচ য়ে পর্দা উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরের। ৯ জুন নিউইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। আগের দিন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ।

দ্য নিউজ/ এআই

live pharmacy
umchltd