ঢাকা শুক্রবার, ১৭ মে ২০২৪ 

সিরিজ হেরে ব্যাটারদের দায় দিলেন জ্যোতি

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০:২৪, ২ মে ২০২৪

শেয়ার

সিরিজ হেরে ব্যাটারদের দায় দিলেন জ্যোতি

ভারত সিরিজে ব্যাটিং ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম তিন ম্যাচের কোনোটিতে ১২০-এর কোঠা পেরোতে পারেনি টাইগ্রেসরা। ব্যাটিং ব্যর্থতায় টানা তিন হারে সিরিজও হাতছাড়া করেছে বাঘিনীরা। বাংলাদেশের এই দুর্দশায় ব্যাটিং বিভাগকেই দুষলেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের দলীয় সংগ্রহ ১০১ রান। দ্বিতীয় ম্যাচে টাইগাররা অলআউট হয় ১১৯ রানে। আজ তৃতীয় ম্যাচে ১১৭ রান তুলতে সমর্থ্য হয় টাইগ্রেসরা। স্বল্প রানের টার্গেট দিয়ে কোনো ম্যাচেই জয়ের সম্ভাবনাও জাগাতে পারেনি বাংলাদেশের মেয়েরা। সিরিজ হারের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে টাইগ্রেস অধিনায়ক জ্যোতি বলেন, ‘(আজ) পাওয়ার প্লেতে আমরা খুব ভালো শুরু করেছিলাম। তবে এরপরই ব্যাক টু ব্যাক উইকেট হারাতে থাকি। ১৫-২০ ওভারে আমরা ভালো করতে পারিনি।’

জ্যোতি বলেন, ‘এই দলটা শেষ ছয় মাস ধরে ভালো করছে। তবে এখন আমরা দুঃসময় পার করছি। আমি মনে করি, আমাদের শান্ত থাকা উচিত। নিজেদের ওপর বিশ্বাস রাখতে হবে এবং এগিয়ে যেতে হবে।’

ভারত সিরিজে ভালো করছে বাংলাদেশের বোলাররা। অধিনায়ক জ্যোতির দাবি, বোলারদের নৈপুণ্য চাপা পড়ছে ব্যাটারদের ব্যর্থতায়। জ্যোতি বলেন, ‘আমাদের বোলাররা ভালো করছে। কিন্তু ব্যাটিং লাইনআপের ব্যর্থতায় চাপা পড়ছে তাদের নৈপুণ্য। যদিও পাওয়ার প্লেতে আমাদের বোলিং আরো ভালো করতে হবে। পাওয়ার প্লের পর আমরা সত্যিই ভালো বোলিং করেছি।’

তৃতীয় টি-টোয়েন্টিতে টাইগ্রেসদের ব্যর্থতার দিনে ব্যাটিংয়ে আলো ছড়ান ওপেনার দিলারা আক্তার। ২৭ বলে ৫ বাউন্ডারিতে  ৩৯ রান করেন এই ২০ বছর বয়সী ব্যাটার। দিলারার প্রশংসায় অধিনায়ক জ্যোতি বলেন, ‘দিলারা খুব মেধাবী এবং পরিশ্রমী একজন ক্রিকেটার। নিজের খেলাটা উপভোগ করছিল সে। আরেকটু থিতু হতে পারলে প্রথম হাফসেঞ্চুরির দেখাও পেতো সে। আমি নিশ্চিত, পরের ম্যাচে আরো ভালো করবে ও। যদিও নবাগত খেলোয়াড় হিসেবে তার কিছু বিষয়ে উন্নতি করতে হবে।’

দ্য নিউজ/ এআই

live pharmacy
umchltd