ঢাকা সোমবার, ২০ মে ২০২৪ 

৭২ ঘণ্টার মধ্যে কালবৈশাখির আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:২৩, ৮ মে ২০২৪

শেয়ার

৭২ ঘণ্টার মধ্যে কালবৈশাখির আশঙ্কা

আগামী ৭২ ঘণ্টার মধ্যে সারাদেশে বিচ্ছিন্নভাবে দমকা হাওয়াসহ কালবৈশাখি ঝড় হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার এক সতর্ক বার্তায় আবহাওয়া অধিদপ্তর এই তথ্য জানায়।

আবহাওয়া অধিদপ্তরের ওই সতর্ক বার্তায় বলা হয়, ‘আজ(৮মে ২০২৪) বিকাল ৪টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে উপর দিয়ে বিচ্ছিন্নভাবে পশ্চিম/উত্তরপশ্চিম দিক থেকে দমকা/ঝড়ো হাওয়াসহ কালবৈশাখি জড় বয়ে যেতে পারে।’

সেই সতর্ক বার্তায় আরও বলা হয় যে, ‘এ সময় কালবৈশাখি ঝড়ের সাথে বজ্রপাত ও শিলাবৃষ্টি হতে পারে।

এদিকে চলতি মাসে ঘূর্ণিঝড়ের আভাস দেয় আবহাওয়া অধিদপ্তর। ১৫ তারিখের পর থেকে নিম্নচাপ সৃষ্টি ও পরে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। সেটি থেকে একটি নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। এ ছাড়া আগামী ৭২ ঘণ্টায় দেশে বিচ্ছিন্নভাবে কালবৈশাখি ঝড়, দমকা হাওয়া, ঝোড়ো হাওয়া ছাড়াও বজ্রঝড় এবং শিলাবৃষ্টির সম্ভাবনা আছে।

 

 

দ্য নিউজ/এমএম

live pharmacy
umchltd