ঢাকা সোমবার, ২০ মে ২০২৪ 

হজযাত্রীদের ভিসার মেয়াদ ১১ মে  পর্যন্ত বৃদ্ধি 

বিশেষ প্রতিনিধি 

প্রকাশিত: ২১:২১, ৭ মে ২০২৪

শেয়ার

হজযাত্রীদের ভিসার মেয়াদ ১১ মে  পর্যন্ত বৃদ্ধি 

হজ যাত্রীদের জরুরি ভিত্তিতে ভিসা সম্পন্ন করার তাগিদ দিয়ে ধর্ম মন্ত্রণালয় থেকে বলা হয়েছে ১১ মে পর্যন্ত হজযাত্রীদের ভিসার মেয়াদ বৃদ্ধি করেছে সৌদি সরকার।

মঙ্গলবার ধর্ম মন্ত্রণালয় এক চিঠিতে এ তথ্য জানানো হয়। 

চিঠিতে বলা হয়, হজ ২০২৪ এর হজ ভিসা সম্পন্নকরণের ২য় পর্বের মেয়াদ আজ ৭ মে শেষ হওয়ার পর সৌদি সরকার আগামী ১১ মে পর্যন্ত ভিসার সময় বৃদ্ধি করেছে। 
বেসরকারি মাধ্যমে এ বছর ৮০ হাজার ৬৯৫ জন হজযাত্রী ২৫৯টি এজেন্সি বা লিড এজেন্সির মাধ্যমে হজ পালন করবেন। এখন পর্যন্ত অধিকাংশ হজযাত্রীর ভিসা কার্যক্রম সম্পন্ন করা যায়নি।

এমতাবস্থায়, জরুরি ভিত্তিতে সৌদি সরকারের নির্ধারিত সময় আগামী ১১ মে মধ্যে এজেন্সির হজযাত্রীদের ভিসা কার্যক্রম সম্পন্নকরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল।

মন্ত্রণালয় বলছে, নির্ধারিত সময়ের মধ্যে হজযাত্রীর ভিসা কার্যক্রম সম্পন্ন করতে ব্যর্থ হলে উদ্ভুত পরিস্থিতির জন্য সংশ্লিষ্ট এজেন্সিকে দায়-দায়িত্ব বহন করতে হবে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন হজ অনুষ্ঠিত হবে। ৮ মে প্রধানমন্ত্রীর হজ কার্যক্রম উদ্বোধনের পর ৯ মে থেকে শুরু হচ্ছে হজ ফ্লাইট। বিমান বাংলাদেশ এয়ার লাইনস, সৌদিয়া এয়ারলাইনস ও ফ্লাইনাস এসব হজযাত্রীদের পরিবহন করবেন।

live pharmacy
umchltd

সম্পর্কিত বিষয়: