ঢাকা রোববার, ১৯ মে ২০২৪ 

‘হজযাত্রীদের পে- অর্ডার সঠিকভাবে পাওয়া যাচ্ছে না’

বিশেষ প্রতিনিধি 

প্রকাশিত: ১৭:০৩, ৭ মে ২০২৪

আপডেট: ১৭:০৫, ৭ মে ২০২৪

শেয়ার

‘হজযাত্রীদের পে- অর্ডার সঠিকভাবে পাওয়া যাচ্ছে না’

এজেন্ট সমূহ হজযাত্রীদের বিমান টিকেট বাবদ জমাকৃত অর্থ পে-অর্ডার করলেও ব্যাংকের ইউজার থেকে পে- অর্ডার তথ্য ই-হজ পোর্টালে হালনাগাদ করছে না বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। এজন্য মঙ্গলবার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মুহা. আবু তাহির সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে একটি চিঠি জারি করেছেন।

এতে বলা হয়, আগামী ৯ মে থেকে হজের ফ্লাইট শুরু হচ্ছে। এজেন্ট সমূহ হজযাত্রীদের বিমান টিকেট বাবদ জমাকৃত অর্থ পে-অর্ডার করলেও ব্যাংকের ইউজার থেকে পে- অর্ডার তথ্য ই-হজ পোর্টালে হালনাগাদ করছে না। ফলশ্রুতিতে পে-অর্ডারে তথ্য সঠিকভাবে পাওয়া যাচ্ছে না। এজন্য এয়ারলাইন্সসমূহে হজযাত্রীদের ফ্লাইট বুকিং ব্যবস্থাপনা সমস্যা সৃষ্টি হচ্ছে।

এমতাবস্থায়, ইস্যুকৃত সকল পে-অর্ডারের তথ্য ই-হজ পোর্টালে নিয়মিত আপলোডসহ যে সকল পে-অর্ডার ইতোমধ্যে ইস্যু করা হয়েছে তা বুধবারের মধ্যে ই-হজ পোর্টালে আবশ্যিকভাবে হালনাগাদ করতে বলা হয় চিঠিতে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন হজ অনুষ্ঠিত হবে। ২০২৪ সালের হজে বাংলাদেশ থেকে ৮৫ হাজার ২৫৭ জন হজযাত্রী হজ পালন করবেন। 

৮ মে প্রধানমন্ত্রীর হজ কার্যক্রম উদ্বোধনের পর ৯ মে থেকে শুরু হচ্ছে হজ ফ্লাইট।

বিমান বাংলাদেশ এয়ার লাইনস, সৌদিয়া এয়ারলাইনস ও ফ্লাইনাস এসব হজযাত্রীদের পরিবহন করবেন।


 

দ্য নিউজ/ এফ এইচ এস / কে টি

live pharmacy
umchltd

সম্পর্কিত বিষয়: