ঢাকা শুক্রবার, ১৭ মে ২০২৪ 

ইসরাইলের সমালোচনা করলেই গ্রেপ্তার সৌদিতে

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭:৩৮, ২ মে ২০২৪

আপডেট: ১৭:৩৯, ২ মে ২০২৪

শেয়ার

ইসরাইলের সমালোচনা করলেই গ্রেপ্তার সৌদিতে

ইসরাইলের সমালোচনা করলেই গ্রেপ্তার অভিযান চালাচ্ছে সৌদি আরব। সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ ইসরাইল বিরোধী পোস্ট বা কমেন্ট করলে তাকেও গ্রেপ্তার করছে আইন প্রয়োগকারী সংস্থাগুলো।

 

মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গের তথ্যে এই খবর জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। জানা গিয়েছে অনলাইনে যে-সব নাগরিক ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির দাবি করে পোস্ট বা কমেন্ট করেছে তাদেরও গ্রেপ্তার করেছে সৌদি। এদের ভিতরে সৌদি সরকারের ঘনিষ্ঠ ব্যাবসায়িক ব্যক্তিরাও রয়েছেন। তবে এ পর্যন্ত কতজনকে গ্রেপ্তার করা হয়েছে তার সঠিক তথ্য জানা যায়নি।

 

এছাড়া মার্কিন পণ্য বয়কটের ডাক দেওয়া এক ব্যক্তিকেও গ্রেপ্তার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে ইরানপন্থি গোষ্ঠীর প্রভাব বিস্তার ঠেকাতে এবং ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সাথে সুসম্পর্ক রাখতে এমন পদক্ষেপ নিয়েছে সৌদি। সম্প্রতি ইসরাইলের সাথে সৌদির সম্পর্ক জোরদার করতে চেষ্টা করে যাচ্ছে যুক্তরাষ্ট্র।

দ্য নিউজ/ এস এস

live pharmacy
umchltd