ঢাকা শুক্রবার, ১৭ মে ২০২৪ 

রাশিয়া থেকে ইউরেনিয়াম আমদানিতে মার্কিন নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:০৮, ২ মে ২০২৪

শেয়ার

রাশিয়া থেকে ইউরেনিয়াম আমদানিতে মার্কিন নিষেধাজ্ঞা

রাশিয়া থেকে ইউরেনিয়াম আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। দেশটির সিনেটে এ সংক্রান্ত একটি প্রস্তাব পাশ হয়েছে। এখন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এতে স্বাক্ষর করলেই এটি আইনে পরিণত হবে। এর নাম দেয়া হয়েছে ‘দ্য প্রোহিবিটিং রাশিয়ান ইউরেনিয়াম ইম্পোর্টস অ্যাক্ট’। আইনটি সর্বসম্মতিক্রমে পাশ হয়েছে।

২০২২ সালে মার্কিন জ্বালানি দপ্তরের হিসেব অনুযায়ী, দেশটির আমদানিকৃত ইউরেনিয়ামের ২৪ শতাংশই আসে রাশিয়া থেকে। দেশটির থেকেই সবথেকে বেশি ইউরেনিয়াম আমদানি করে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্র নিজেও বিপুল ইউরেনিয়াম উৎপাদন করে। তবে এগুলো দেশটির আভ্যন্তরীণ চাহিদা পূরণে যথেষ্ট নয়। অপরদিকে রাশিয়া একাই বিশ্বের অর্ধেক ইউরেনিয়াম উৎপাদন করে।

নতুন এই বিল নিয়ে ওয়াইমিং-এর সিনেটর জন বারাসো বলেন, এই পদক্ষেপের কারণে রাশিয়ার যুদ্ধ করার সক্ষমতা হ্রাস পাবে। এছাড়া এর কারণে যুক্তরাষ্ট্রের নিজের ইউরেনিয়াম উৎপাদন বাড়বে। এ জন্য বিলে ২.৭ বিলিয়ন ডলারের একটি প্যাকেজও যুক্ত করা হয়েছে।

 

দ্য নিউজ/ এ এ

live pharmacy
umchltd