ঢাকা সোমবার, ২০ মে ২০২৪ 

লেবাননে ইসরাইলি হামলায় নিহত চার

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:২১, ৯ মে ২০২৪

শেয়ার

লেবাননে ইসরাইলি হামলায় নিহত চার

লেবাননের দক্ষিণাঞ্চলীয় গ্রাম বাফ্লিয়েহতে ইসরাইলের হামলায় অন্তত চার জন নিহত হয়েছেন। তাদের মধ্যে তিন জন হিজবুল্লাহ সদস্য এবং একজন বেসামরিক নাগরিক। বৃহস্পতিবার একটি ড্রোন থেকে ওই হামলা চালায় দেশটি। লেবাননের সামরিক সূত্রের বরাত দিয়ে এ খবর দিয়েছে শিনহুয়া। 
খবরে জানানো হয়, ইসরাইলি ড্রোন থেকে দুইটি এয়ার টু সারফেস মিসাইল নিক্ষেপ করা হয়। এর টার্গেট ছিল হিজবুল্লাহর একটি গাড়ি। এতে গাড়ির মধ্যে থাকা তিন হিজবুল্লাহ সদস্য নিহত হন। এছাড়া এ সময় পাশে থাকা এক বেসামরিক নাগরিকও নিহত হয়েছেন। 
গত ৮ই অক্টোবর থেকে ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। গাজায় ইসরাইলি বর্বরতার প্রতিবাদে সীমান্তে হামলা চালানো শুরু করে হিজবুল্লাহ। এর জবাব দিতে লেবাননের অভ্যন্তরে হামলা চালাতে থাকে ইসরাইল। ফলে দুই পক্ষের মধ্যে যে কোনো সময় পূর্নমাত্রার যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা করছেন পর্যবেক্ষকরা। 
 

দ্য নিউজ/ এ এ

live pharmacy
umchltd