ঢাকা সোমবার, ২০ মে ২০২৪ 

অসুস্থতার অজুহাতে ছুটিতে ৩০০ বিমানকর্মী

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:০২, ৮ মে ২০২৪

শেয়ার

অসুস্থতার অজুহাতে ছুটিতে ৩০০ বিমানকর্মী

কর্মী সংকটে ৮৬ টি ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। বুধবার একসঙ্গে প্রায় ৩০০ কর্মী ছুটিতে যাওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে তারা।

এনডিটিভি জানিয়েছে, এয়ার ইন্ডিয়া এক্সেপ্রেসের প্রায় তিনশ বিমানকর্মী একবারে অসুস্থতার দোহাই দিয়ে ছুটিতে গিয়েছেন। তাদের সাথে বারবার যোগাযোগ করার চেষ্টা করলেও ফোন বন্ধ রেখেছেন তারা। ফ্লাইট শুরু হওয়ার একদম শেষ মূহুর্তে এমন সিদ্ধান্ত নিয়েছেন বিমানকর্মীরা।

জানা গেছে, নতুন এক চাকুরি নীতিমালার বিষয়ে ক্ষোভ জানিয়ে এমন আচরণ করেছেন তারা। এছাড়া কর্মক্ষেত্রে সঠিক সম্মানের অভাব ও পদাবনতির প্রতিবাদও করেছেন তারা।

 

কর্মীদের হঠাৎ এমন পদক্ষেপে পুরোপুরি মুখ থুবড়ে পড়েছে এয়ার ইন্ডিয়ার কার্যক্রম। দেশি ও বিদেশী ৮৬ টি ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে কতৃপক্ষ। প্রতিষ্ঠানটির এক মুখপাত্র জানিয়েছেন, আমাদের ক্রুদের একটি বড়সড় সেকশন গতরাতে জানিয়েছে তারা অসুস্থ। ফলে আমাদের ফ্লাইটগুলোতে দেরি হয়েছে, বেশ কিছু ফ্লাইট ক্যান্সেল করতে হয়েছে। আমরা এমন ঘটনার জন্য আন্তরিকভাবে দুঃখিত। যাত্রীদের পরবর্তী ফ্লাইটে পাঠানোর এবং রিফান্ড দেয়ার ব্যবস্থা নেয়া হচ্ছে।

দ্য নিউজ/ এস এস

live pharmacy
umchltd