ঢাকা সোমবার, ২০ মে ২০২৪ 

ফিলিস্তিনপন্থী পোস্টে লাইক, স্কুল প্রিন্সিপাল চাকরিচ্যুত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৫৭, ৮ মে ২০২৪

শেয়ার

ফিলিস্তিনপন্থী পোস্টে লাইক, স্কুল প্রিন্সিপাল চাকরিচ্যুত

সামাজিক যোগাযোগ মাধ্যমে ফিলিস্তিনপন্থী পোস্টে লাইক দিয়েছেন এক স্কুল প্রিন্সিপাল। এরই জেরে চাকরি হারিয়েছেন ওই শিক্ষিকা। ঘটনাটি ঘটেছে ভারতের মুম্বাইতে।

 

এনডিটিভি জানিয়েছে, ওই শিক্ষিকার নাম পারভীন শেখ। তিনি স্থানীয় সোমাইয়া স্কুলের প্রিন্সিপাল হিসেবে কর্মরত ছিলেন। প্রায় ১২ বছর ধরে এই স্কুলে শিক্ষকতা করেছেন তিনি। মঙ্গলবারে ওই স্কুলের এক্স পেজে জানানো হয়, পারভীন শেখ এর সোশাল মিডিয়া অ্যাক্টিভিটি প্রতিষ্ঠানের নীতির সাথে সাংঘর্ষিক। এবং এই বিষয়ে ইস্যুটির স্পর্শকাতরতার কথা বিবেচনা করে তাকে ছাঁটাই করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

 

উল্লেখ্য, ত্রিশ বছর ধরে শিক্ষকতা পেশায় যুক্ত পারভীন। গত সাত বছর ধরে ওই স্কুলের প্রিন্সিপাল হিসেবে কর্মরত ছিলেন তিনি।

দ্য নিউজ/ এস এস

live pharmacy
umchltd