ঢাকা রোববার, ১৯ মে ২০২৪ 

রাফায় প্রবেশ করেছে ইসরাইলি ট্যাংক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৪৭, ৭ মে ২০২৪

আপডেট: ১৪:৫১, ৭ মে ২০২৪

শেয়ার

রাফায় প্রবেশ করেছে ইসরাইলি ট্যাংক

দক্ষিণ গাজার রাফা শহরে প্রবেশ করেছে ইসরাইলি সেনারা। ওই অঞ্চলে থাকা হামাস যোদ্ধাদের নির্মূল করার ঘোষণা দিয়েছে তেল-আবিব। মঙ্গলবার সকালে দেয়া এক বিবৃতিতে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, তারা রাফায় একটি সুনির্দিষ্ট সন্ত্রাসবিরোধী অভিযান শুরু করেছে। এই অভিযানের উদ্দেশ্য হামাসকে পুরোপুরি নির্মূল করে দেয়া।

আইডিএফ প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, অন্তত চারটি ইসরাইলি ট্যাংক রাফায় প্রবেশ করছে। ট্যাংকে থাকা এক সেনা ওই ভিডিও করছিলেন। ভূমিতে থাকা সেনা ও বিমান বাহিনী সম্মিলিত হামলা চালিয়ে হামাসের অন্তত ২০ সদস্যকে হত্যা করেছে বলে জানিয়েছে আইডিএফ। বর্তমানে মিশর সীমান্ত থেকে একদম কাছাকাছি অবস্থান করছে ইসরাইলের সেনারা। তবে মিশর এ নিয়ে কোনো উদ্বেগ না জানিয়ে বলেছে, এই অভিযান সীমিত মাত্রার হবে বলেই মনে হচ্ছে।

আইডিএফ দাবি করেছে, রাফা থেকে নিয়মিত তাদের সেনাদের ওপর হামলা হচ্ছে। এর প্রেক্ষিতেই রাফায় অভিযান চালাচ্ছে তারা। সম্প্রতি হামাসের এক হামলায় চার ইসরাইলি সেনা নিহত হন। আহত হন আরও বেশ কজন।

দ্য নিউজ/ এ এ

live pharmacy
umchltd