ঢাকা সোমবার, ২০ মে ২০২৪ 

বিসিএস প্রিলিতে উত্তীর্ণ ১০ হাজার ৬৩৮জন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৩৩, ৯ মে ২০২৪

শেয়ার

বিসিএস প্রিলিতে উত্তীর্ণ ১০ হাজার ৬৩৮জন

৪৬তম বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ১০ হাজার ৬৩৮জন। পরীক্ষার্থীদের লিখিত পরীক্ষা আগষ্ট মাসে অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (৯ মে) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়েছে। 

ফলাফল দেখার নিয়ম জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,  ফলাফল বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেড এর ওয়েবসাইটে (http://bpsc.teletalk.com.bd) পাওয়া যাবে। তাছাড়া টেলিটক বাংলাদেশ লিমিটেড এর মাধ্যমে নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন মোবাইল হতে sms করে ৪৬তম বি.সি.এস. এর প্রিলিমিনারি টেস্টের ফলাফল জানা যাবে:

Format: PSC<Space>46<Space>Registration Number লিখে ১৬২২২-তে পাঠাতে হবে। ফিরতি Message-এ Registration Number সহ Qualified অথবা Not Qualified হিসেবে ফলাফল পাওয়া যাবে।
Example: PSC 46 123456 send to 16222

৪৬তম বি.সি.এস. এর লিখিত পরীক্ষা আগামী আগস্ট, ২০২৪ সালে অনুষ্ঠিত হতে পারে। সুনির্দিষ্ট তারিখ ও সময়সূচি পরবর্তীতে কমিশনের ওয়েবসাইটে ও প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেয়া হবে।
 

দ্য নিউজ/ এফ এইচ এস/ এন এইচ

live pharmacy
umchltd

সম্পর্কিত বিষয়: