ঢাকা শুক্রবার, ১৭ মে ২০২৪ 

স্কুল খোলার সিদ্ধান্তে মিশ্র ব্যবস্থায় শিক্ষকরা, মন্ত্রণালয় চুপ

দ্য নিউজ ডেস্ক


প্রকাশিত: ১৯:১৭, ১ মে ২০২৪

শেয়ার

স্কুল খোলার সিদ্ধান্তে মিশ্র ব্যবস্থায় শিক্ষকরা, মন্ত্রণালয় চুপ

তীব্র তাপপ্রবাহে সারাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বৃহস্পতিবার বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে হাইকোর্ট।  হাইকোর্টের রায়ের পর আপিল করার কথা থাকলেও রায়ের কপি না পাওয়ায় আপিল করেনি শিক্ষা মন্ত্রণালয়। এ ব্যাপারে সন্ধ্যা সাতটা পর্যন্তও শিক্ষা মন্ত্রণালয় কোন কিছুই জানায়নি। সেজন্য স্কুলের শিক্ষকদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র অবস্থা। কোন কোন প্রতিষ্ঠান খোলা রেখেছেন। আবার কেউ কেউ স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

 

শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের বলেন, আমরা এখনো হাইকোর্টের আদেশের কপি পাইনি। সেজন্য আপিল করতে পারিনি। তবে হাইকোর্টের আদেশ থাকায় আমরা হ্যাঁ না কিছু বলতে পারছি না। যেহেতু হাইকোর্টের আদেশ রয়েছে সেজন্য আমাদের চুপ থাকাই ভালো। শিক্ষা প্রতিষ্ঠান গুলো কী করবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তারা শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসরণ করবে। যেহেতু আমরা কোন আদেশ পাইনি। সেজন্য আমরা বন্ধ রাখার ব্যাপারে কিছু বলিনি। জানা গেছে, মন্ত্রণালয়ের কোন নির্দেশনা না থাকা মিশ্র ব্যবস্থা নিয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। কেউ খোলা রেখেছেন,  আবার কেউ বন্ধ। কেউ এখনো সিদ্ধান্ত নিতে পারেননি।

এ ব্যাপারে সন্ধ্যা সাড়ে ছয়টায় মতিঝিল আইডিয়াল স্কুলের সহাকারী অধ্যক্ষ রোকনুজ্জামান বলেন, আমরা এখনো কোন সিদ্ধান্ত নিতে পারিনি। অনেক অভিভাবক আমাদের কল দিচ্ছেন, কিন্তু আমরা সিদ্ধান্ত তাদের সিদ্ধান্ত জানাতে পারিনি। আমরা ম্যানেজিং কমিটির সঙ্গে যোগাযোগ করে রাতে সিদ্ধান্ত নিয়ে জানাবো।

 

ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কেকা রায় বলেন, হাইকোর্টের নির্দেশ আমরা কীভাবে অমান্য করবো? আগামীকাল ভিকারুননিসা বন্ধ থাকবে।

চুয়াডাঙ্গার কুড়ুলগাছি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউসুফ আলী বলেন, হাইকোর্টের নির্দেশনা থাকায় আগামীকাল আমরা বন্ধ ঘোষণা করেছি।

দ্য নিউজ/ এন এইচ/ এস এস

live pharmacy
umchltd