ঢাকা রোববার, ১৯ মে ২০২৪ 

পার্টটাইম চাকরির কথা বলে প্রতারণা, গ্রেপ্তার ১

বিশেষ প্রতিনিধি 

প্রকাশিত: ১৮:০৯, ৭ মে ২০২৪

শেয়ার

পার্টটাইম চাকরির কথা বলে প্রতারণা, গ্রেপ্তার ১

ঘরে বসে অনলাইনে পার্টটাইম চাকরির অফার দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। তার নাম মো. সাইদুর রহমান (২৮)।

মঙ্গলবার দুপুরে মতিঝিল শাপলা চত্বর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে এটিইউ জানায়।সাইদুর রহমানের বাড়ি কুমিল্লার ব্রাহ্মণপাড়ার পূর্ব চণ্ডিপুরে।

এটিইউর পুলিশ সুপার মাহফুজুল আলম রাসেল জানান, নুসরাত কামাল নামে প্রতারণার শিকার একজন ব্যক্তির করা অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন,  ভাইবার এ্যাপস এর মাধ্যমে প্রতিদিন দুই হাজার টাকায় অনলাইনে পার্টটাইম চাকরির অফার দেওয়া হয় নুসরাত কামালকে।

এজন্য প্রথমে সিকিউরিটি মানি ও ট্যাক্সের সার্ভিস চার্জ বাবদ তিন হাজার টাকা দিতে হবে বলে জানায়।

চাকরির প্রস্তাবে রাজি হলে তার বিশ্বাস অর্জনের জন্য তাকে অনলাইনে কিছু কাজ করতে দেওয়া হয়।

পরে নুসরাত কামাল সার্ভিস চার্জ বাবদ প্রতারকের দেওয়া বিকাশ নম্বরে প্রথমে এক হাজার টাকা ও পরে তিন হাজার টাকা দেন।

মাহফুজুল আলম রাসেল বলেন, প্রতারকেরা নুসরাত কামালকে একটি টেলিগ্রাম গ্রুপে যুক্ত করে তার কাজের ভলিয়ম অনেক বেশি এবং তাকে আরো অধিক টাকার কাজ করতে হবে বলে জানিয়ে কাজের সিকিউরিটি মানি বাবদ পুনরায় টাকা দিতে বলে।

 'যত বেশী বিনিয়োগ-তত বেশী লাভ' এরকম প্রস্তাবে নুসরাত সরল বিশ্বাসে প্রতারকের কথামতো তার দেওয়া বিকাশ নম্বরে পর্যায়ক্রমে  ৬২ হাজার ৮৩৯ টাকা এবং  সাউথ ইস্ট ব্যাংকের প্রতারকের দেওয়া একাউন্টে  ২ লাখ ৯৮ হাজার ২৩৭  টাকা পাঠান। 

এভাবে চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারকেরা তার কাছ থেকে কয়েক ধাপে মোট ৩ লাখ ৬৫ হাজার,৭৬ টাকা হাতিয়ে নেয়। 

প্রতারকেরা আরো টাকা চাইল নুসরাত কামালের সন্দেহ হয়। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে টেলিগ্রাম গ্রুপ থেকে ব্লক করে দেওয়া হয়। নুসরাত কামাল পরে গেণ্ডারিয়া থানার মামলা করলে সাইদুরকে গ্রেপ্তার করা হয়।

দ্য নিউজ/ এফ এইচ এস / কে টি

live pharmacy
umchltd

সম্পর্কিত বিষয়: