ঢাকা সোমবার, ২০ মে ২০২৪ 

নরসিংদীতে ভোক্তা অধিকারের অভিযান

নরসিংদী সংবাদদাতা 

প্রকাশিত: ২১:০৭, ৯ মে ২০২৪

শেয়ার

নরসিংদীতে ভোক্তা অধিকারের অভিযান

ডিম মজুদের বিপরীতে নরসিংদীতে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ বিকেলে মাধবদীর বালুসাইর এলাকার একটি কোল্ড স্টোরেজে এই অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার নরসিংদীর সহকারী পরিচালক মাহমুদুল হাসান।

 

অভিযানকালে, এমএস স্প্যাসিকেল নামের ওই কোল্ড স্টোরেজে প্রায় ১৯ লাখ ডিম মজুদ পাওয়া যায়।

 

এগুলো বাজারে কৃত্তিম সংকট তৈরির উদ্দেশ্যে নামে বেনামী নানাবিধ রশিদে রাখা হয়। ভোক্তা অধিকার জানায়, বাজারে ডিমের সংকট তৈরী হবে এই ভেবে ডিমগুলো মজুদ করা হয়নি। তবে জরিমানা না করে আগামী ৩ দিনের মধ্যে ডিম বিক্রি করে স্টোরেজ খালি করার নির্দেশ দেয়া হয়েছে। 

 

 

 

দ্য নিউজ/এমএম

live pharmacy
umchltd