ঢাকা সোমবার, ২০ মে ২০২৪ 

ঝিনাইদহ উপজেলা পরিষদ নির্বাচন

প্রথমবারের মতো মহিলা ভাইস চেয়ারম্যান হলেন তৃতীয় লিঙ্গের বর্ষা

ঝিনাইদহ সংবাদদাতা

প্রকাশিত: ১৪:০৫, ৯ মে ২০২৪

শেয়ার

প্রথমবারের মতো মহিলা ভাইস চেয়ারম্যান হলেন তৃতীয় লিঙ্গের বর্ষা

ঝিনাইদহে অবাধ ও সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়েছে ষষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম ধাপ। ভোটারের সংখ্যা ছিল সীমিত পর্যায়ে। দিনভর ভোট গ্রহণের পর বেসরকারি ফলাফলে মিজানুর রহমান মাসুম উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচিত হন। আর এই প্রথম ঝিনাইদহে সদর উপজেলায় মহিলা-ভাইস চেয়ারম্যান পদে বর্ষা খাতুন নামে এক তৃতীয় লিঙ্গের প্রার্থী বিপুল ভোটে জয়ী হয়েছেন।

বর্ষা খাতুন প্রজাপতি প্রতীক নিয়ে পেয়েছেন ৫৪ হাজার ২৫৮ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান মহিলা-ভাইস চেয়ারম্যান আরতি দত্ত পেয়েছেন ২৩ হাজার ৩৫২ ভোট। মহিলা-ভাইস চেয়ারম্যান পদে বর্ষা খাতুনপর সঙ্গে আরতি দত্ত, মাহফুজা তাহের ও পাপিয়া সমাদ্দার নামে মোট ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন।

চেয়ারম্যান পদে মিজানুর রহমান মাসুম ৩৫৫৩৮ ভোট পেয়ে নির্বাচিত হন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জে এম রশিদুল আলম পান ৩০৭৫৫ ভোট। ভাইস চেয়ারম্যান পদে এনামুল হক ৪০৭০৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল্লাহ ইবনে আব্বাস পেয়েছে ৪০৩২০ ভোট ।

মধ্যরাতে ঝিনাইদহ সদর উপজেলা নির্বাচন অফিসার মো. কামরুজ্জামান ভোট গণনা শেষে সরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন।

দ্য নিউজ/এমএম

live pharmacy
umchltd