ঢাকা রোববার, ১৯ মে ২০২৪ 

খাগড়াছড়িতে আগুনে পুড়লো ২০ দোকান

খাগড়াছড়ি সংবাদদাতা

প্রকাশিত: ১৭:৪৭, ৭ মে ২০২৪

শেয়ার

খাগড়াছড়িতে আগুনে পুড়লো ২০ দোকান

খাগড়াছড়ি দীঘিনালা উপজেলায় দোকান ও উলুফুল গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৭ মে) বেলা ১২টার দিকে উপজেলার মেরুং ইউনিয়নের কাঁঠালবাগান এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

 

দীঘিনালা ফায়ার স্টেশনের কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রুবেল ত্রিপুরা জানান, ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিটের দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে একটি উলুফুলের গুদাম ও দোকান পুড়ে গেছে। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তসাপেক্ষে বলা যাবে।

 

মেরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদা বেগম লাকী বলেন, ‘বেলা ১২ টার দিকে আগুন লেগে উলুফুলের গুদামসহ ২০টি দোকান পুড়ে গেছে। আমরা ক্ষতিগ্রস্থদের তালিকা প্রণয়ন ইতিমধ্যে শেষ করেছি। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের বিধি অনুযায়ী সহযোগীতা করা হবে বলেও জানান তিনি।’ 

 

এ বিষয়ে নিশ্চিত করে দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মামুনুর রশীদ জানান, ‘এ ঘটনায় ক্ষতিগ্রস্তদের তালিকা অনুযায়ী সরকারি সহায়তা হিসেবে তাৎক্ষনিকভাবে শুকনা খাবার, কম্বল, ঢেউটিন ও নগত অর্থ প্রদান করা হবে।’

 

 

দ্য নিউজ/ আর পি

live pharmacy
umchltd

সম্পর্কিত বিষয়: