ঢাকা রোববার, ১৯ মে ২০২৪ 

পাটগ্রামে ভারতীয় নাগরিক আটক

পাটগ্রাম (লালমনিরহাট) সংবাদদাতা

প্রকাশিত: ১৬:২০, ৭ মে ২০২৪

শেয়ার

পাটগ্রামে ভারতীয় নাগরিক আটক

অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিক শফিউদ্দিন (৫০) আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি)। মঙ্গলবার (৭ মে) দিবাগত লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় পাটগ্রাম ইউনিয়নের কালীঘাট এলাকায়  রাতে তাকে আটক করা হয়। 

 

জানা যায়, পাটগ্রাম সীমান্তের মেইন পিলারের ৮৭১  সাবপিলার  ৬  নিকট দিয়ে প্রায় ৫০ গজ অভ্যন্তরে উপজেলার পাটগ্রাম ইউনিয়নের কালিরহাটের টেপুরগাড়ী উত্তরপাড়া গ্রামে প্রবেশ করে শফিউদ্দিন। 

 

এ সময় ৬১ বিজিবি ব্যাটালিয়ন তিস্তা-২ এর কালিরহাট ক্যাম্পের টহল দলের সদস্যরা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে জানান ভারতের কুচবিহার জেলার মেখলিগঞ্জ থানার ১৬৫ ওসুল পুকুরী গ্রামের মৃত জহির উদ্দিন (ডানটা) ছেলে মো. শফিউদ্দিন।

 

মঙ্গলবার সকালে বিজিবি শফিউদ্দিনকে ১৯৫২ সনের অনুপ্রবেশের নিয়ন্ত্রণ আইনের ৪ ধারায় একটি মামলা দিয়ে পাটগ্রাম থানা পুলিশের নিকট হস্তান্তর করে।

 

পাটগ্রাম থানার দায়িত্বরত (ডিউটি) সহকারি উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) শহিদুল ইসলাম বলেন, ‘বিজিবি  ১জন ভারতীয় নাগরিক আটক  করে থানা হেফাজতে দিয়েছে ওই ভারতীয় নাগরিকের মামলা সংক্রান্ত কার্যক্রম শেষে আদালতে পাঠানো হবে।‘

 

দ্য নিউজ/ আর পি

live pharmacy
umchltd

সম্পর্কিত বিষয়: