ঢাকা শুক্রবার, ১৭ মে ২০২৪ 

সিরাজদিখানে ২৪ জনের মনোনয়নপত্র দাখিল

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) সংবাদদাতা

প্রকাশিত: ২০:০৭, ২ মে ২০২৪

শেয়ার

সিরাজদিখানে ২৪ জনের মনোনয়নপত্র দাখিল

আসন্ন উপজেলা পরিষদ তৃতীয় ধাপের নির্বাচনে মুন্সীগঞ্জের সিরাজদিখানে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে আজ বৃহস্পতিবার ৩টি পদে মোট ২৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এতে চেয়ারম্যান পদে ৮ জন, ভাইস চেয়ারম্যান পদে ১০ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন। উপজেলা নির্বাচন অফিস সূত্রে এ তথ্য জানা যায়।

বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করতে যারা মনোনয়ন পত্র দাখিল করেছেন- চেয়ারম্যান পদে মঈনুল হাসান নাহিদ (উপজেলা পরিষদসাবেক অস্থায়ী চেয়ারম্যান), মো. আওলাদ হোসেন মৃধা উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি), আলহাজ্ব আবু বকর সিদ্দিক (উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক), আনিসুর রহমান রিয়াদ (কেন্দ্রীয় যুবলীগ সদস্য), আব্দুল্লাহ আল জাদীদ ইরান, এডভোকেট শমরেশ নাথ, কে. এম. তরিকুল ইসলাম রতন (সাবেক সচিব), মোস্তফা মিয়া।

ভাইস চেয়ারম্যান পদে- শেখ মনির হোসেন মিলন উপজেলা আওয়ামী লীগ কার্যনির্বাহী সদস্য), মামুন হোসেন, এ এস এম শাহাদত হোসেন, শামীম সিকদার (বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি) , মোহাম্মদ মোশাররফ হোসেন সুমন (উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক), এডভোকেট একেএম আবুল কাশেম ( জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক) , রফিকুল ইসলাম বাবুল ( উপজেলা আওয়ামী লীগ যুগ্ন সাধারণ সম্পাদক) , ওমর আলী ( জাবেদ ওমর) (উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক), মো. রাসেল মুন্সী, মো. আরাফাত শেখ রাসেল (যুবলীগ সদস্য)।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে - আখি শাাহিন, আয়শা আক্তার, এডভোকেট তাহমিনা আক্তার তুহিন, লুৎফুন নাহার (খুকুমণি), ফারহানা আক্তার লিজা, ফরিদা ইয়াসমিন সম্পা।

আগামী ২৯ মে সকাল ৮ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলবে বিকাল ৪ টা পর্যন্ত। এ উপজেলায় ভোট গ্রহণ হবে ব্যলটের মাধ্যমে। এছাড়া মনোনয়ন পত্র যাচাই বাছাই ৫ মে, আপিল সিদ্ধান্ত ৬ - ৮ মে, আপিল নিষ্পত্তি ৯ - ১১ মে, প্রার্থীতা প্রত্যাহার ১২ মে, প্রতীক বরাদ্দ ১৩ মে এবং প্রচার প্রচারণার শেষ সময় ২৭ মে রাত ১২ টা পর্যন্ত।

দ্য নিউজ/এমএম

live pharmacy
umchltd