ঢাকা শুক্রবার, ১৭ মে ২০২৪ 

উপজেলা পরিষদ নির্বাচন

কাঁঠালিয়ায় ১৬ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

ঝালকাঠি সংবাদদাতা

প্রকাশিত: ১৯:৩০, ২ মে ২০২৪

আপডেট: ১৯:৩০, ২ মে ২০২৪

শেয়ার

কাঁঠালিয়ায় ১৬ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী অনলাইনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মো. নেছার উদ্দিন।

আগামী ২৯ মে অনুষ্ঠিতব্য ৬ষ্ট উপজেলা পরিষদ নির্বাচনের ৩য় ধাপে কাঁঠালিয়া উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

সহকারী রিটার্নিং অফিসার ও কাঁঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. নেছার উদ্দিন জানান, বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন পর্যন্ত উপজেলা চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. এমাদুল হক মনির, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক মো. গোলাম কিবরিয়া সিকদার, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট মো. আবদুল জলিল হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. তরুণ সিকদার, বিশিষ্ট ব্যবসায়ী মো. শহিদুল ইসলাম মনোনয়নপত্র দাখিল করেছেন।

এছাড়াও উপজেলা ভাইস চেয়ারম্যান পদে মোহাম্মদ আবদুল জলিল মিয়াজী, মো. মনিরুজ্জামান গোলদার, এডভোতেট মো. তরিকুল ইসলাম, গৌতম চন্দ্র মণ্ডল, মো. রেজাউল করিম সাদ্দাম, সৈয়দ মাইনুল হোসেন মনোনয়নপত্র দাখিল করেছেন।

উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা খানম, মোসা. সাহিদা আক্তার বিন্দু, মোসা. শাহানাজ বেগম, শেফালি বেগম, নাজমিন আক্তার তুলি মনোনয়ন জমা দিয়েছেন।

এদিকে সহকারী রিটার্নিং অফিসার ও কাঁঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. নেছার উদ্দিন জানিয়েছেন, আগামী ৫ মে বিভিন্ন প্রার্থীর দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে। ৬-৮ মে মনোনয়নপত্র বাচাইয়ে রিটানিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধ আপিল দায়ের, ৯-১১ মে আপিল নিষ্পত্তি, ১২ মে প্রাার্থীতা প্রত্যাহারের শেষ দিন, ১৩ মে বৈধ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ এবং ২৯ মে কাঁঠালিয়া উপজেলার সবকটি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

দ্য নিউজ/এমএম

live pharmacy
umchltd