ঢাকা সোমবার, ২০ মে ২০২৪ 

লজ্জা এড়াতে টাইগ্রেসদের প্রয়োজন ১৫৭ রান

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৭:৩১, ৯ মে ২০২৪

শেয়ার

লজ্জা এড়াতে টাইগ্রেসদের প্রয়োজন ১৫৭ রান

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে টানা চার ম্যাচ হেরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে ভারতের মুখোমুখি নিগার সুলতানা জ্যোতিরা। সম্মান বাঁচানোর ম্যাচে ভারতের দেয়া ১৫৭ রানের টার্গেটে ব্যাটিংয়ে নামছে টাইগ্রেসরা।

আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৫৬ রান তোলে ভারত নারী ক্রিকেট দল। বোলিংয়ে নেমে ভারতের ব্যাটিং লাইনআপে প্রথম আঘাতটি করেন সুলতানা খাতুন। টাইগ্রেস স্পিনারের করা পঞ্চম ওভারের প্রথম বলে সাজঘরে ফেরেন ১৪ রান করা শেফালি ভার্মা। দলীয় ২৫ রানে প্রথম উইকেট হারায় ভারত। ভারতের ইনিংসে সর্বোচ্চ ৩৭ রান করেন দয়ালন হেমালতা। ২৮ বলের ইনিংসটি ২টি করে চার-ছক্কায় সাজান তিনি। ৩৩ রান করেন স্মৃতি মান্ধানা। অধিনায়ক হারমনপ্রীত করের সংগ্রহ ৩০ রান।  সাজিবন সাজানা আউট হন এক রানে। শেষে রিচা ঘোষ ২৮ এবং দীপ্তি শর্মা ৫ রানে অপরাজিত থাকেন।

ভারতের ইনিংসে দুটি করে উইকেট পান রাবেয়া খান এবং নাহিদা আক্তার। একটি উইকেট পান সুলতানা খাতুন।

দ্য নিউজ/ এআই

live pharmacy
umchltd