ঢাকা সোমবার, ২০ মে ২০২৪ 

বাবার হত্যার বিচার পেয়ে যা বললেন লামিয়া

আনন্দ প্রতিবেদক

প্রকাশিত: ১৭:২৪, ৯ মে ২০২৪

আপডেট: ১৭:৪৬, ৯ মে ২০২৪

শেয়ার

বাবার হত্যার বিচার পেয়ে যা বললেন লামিয়া

২৫ বছর আগে নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক সোহেল চৌধুরীকে গুলি করে হত্যা করা হয়। অবশেষে সেই মামলায় ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইসহ তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড ও বাকি ৬ আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৯ মে) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২ এর বিচারক অরুণাভ চক্রবর্তীর আদালত এই রায় ঘোষণা করেন।

তবে এ রায় নিয়ে সোহেল চোধুরী ও দিতি’র মেয়ে লামিয়া কি ভাবছেন তা নিয়ে কৌতুহল রয়েছে অনেকেরই। শুরুতে এ বিষয়ে কথা না বলতে চাইলে অবশেষে মুখ খুললেন লামিয়া। এ প্রসঙ্গে বললেন, ‘আমি আসলে আব্বুর এই বিষয়টি নিয়ে কিছু বলতে চাই না। আমি একটি সিনেমা নির্মাণে হাত দিয়েছি। এই মুহূর্তে সেটার কাজে ব্যস্ত আছি। এটা নিয়ে কিছু জানতে চাইলে বলতে পারি।'

লামিয়া আরও বলেন, ‘আমার বাবা তো ফেরত আসবে না। তারা (অপরাধীরা) যেটা করেছে, সেটার জবাব তাদেরই দিতে হবে। তাদের যাবজ্জীবন হোক কিংবা যেটাই হোক—বাবার মৃত্যু আমার জীবনে যে প্রভাব ফেলেছে, সেটা কোনোভাবেই পরিবর্তন হবে না। বাস্তবতা নিয়েই আমাকে থাকতে হবে। এখন তাদের বিচারে আমাদের কোনও কিছুই পরিবর্তন হয়নি, হবেও না।’


 

দ্য নিউজ / এন এ

live pharmacy
umchltd