ঢাকা সোমবার, ২০ মে ২০২৪ 

হবিগঞ্জে সংঘর্ষের ঘটনায় নিহত বেড়ে ৪

হবিগঞ্জ সংবাদদাতা

প্রকাশিত: ২১:২৬, ৯ মে ২০২৪

আপডেট: ২১:২৯, ৯ মে ২০২৪

শেয়ার

হবিগঞ্জে সংঘর্ষের ঘটনায় নিহত বেড়ে  ৪

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় সিএনজি অটো রিকশায় যাত্রী ওঠানো নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় নিহত বেড়ে চার জনে দাঁড়িয়েছে। এছাড়া আরও কয়েকজন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎধীন রয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ২টার দিকে উপজেলার আগুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

 

সংঘর্ষের পরপর হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়। আর হাসপাতালে মারা যান আরও দুজন। এরপর সিলেট এমএজি ওসমানি হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরও একজন।

 

নিহতরা হলেন- জিলু মিয়া (৫০), সিএনজি চালক কাদির মিয়া (৩০), সিরাজ মিয়া ও আনু মিয়া(৬০)। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৫০ জন। এদের মধ্যে ৪-৫ জনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট প্রেরণ করা হয়েছে। আহত অন্যান্যদের হবিগঞ্জ জেলা সদর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

 

সংঘর্ষের ঘটনায় বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বেলা ১০টায় সিএনজিতে যাত্রী ওঠানো নিয়ে চালক কাদির মিয়া ও স্ট্যান্ডের ম্যানেজার বদরুল মিয়ার মধ্যে বাকবিতণ্ডা হয়। এ সময় দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

পরে দুপুর ২টার দিকে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রসহ সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে তিনজন নিহত হয়েছেন। আহত হন অন্তত ৫০ জন। এ ঘটনায় আগুয়া গ্রামে বাড়িঘর ভাঙচুরের খবর পাওয়া গেছে। স্থানীয়রা জানান- সিএনজি স্ট্যান্ডের ম্যানেজার বদরুল মিয়া ও স্থানীয় ইউপি সদস্য সোহেল মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য নিয়ে বিরোধ চলছিল।

 

 

দ্য নিউজ/এমএম

live pharmacy
umchltd