Deprecated: str_replace(): Passing null to parameter #3 ($subject) of type array|string is deprecated in /var/www/vhosts/thenews24.com/httpdocs/common/config.php on line 174
মা হচ্ছেন জয়া আহসান

মা হচ্ছেন জয়া আহসান

আনন্দ প্রতিবেদক

দ্য নিউজ / এন এ

প্রকাশিত : ০১:১৬ পিএম, ২৭ এপ্রিল ২০২৪ শনিবার

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। দেশের পাশাপাশি কলকাতাতেও সমানতালে কাজ করছেন এ অভিনেত্রী। কাজের সঙ্গে ব্যক্তিজীবনকে দারুণ ভাবে ব্যালেন্স করেছেন জয়া। তবে সম্প্রতি বিয়ে বিচ্ছেদ নিয়েও কথা বলেছেন এ অভিনেত্রী। সেসময় তিনি জানিয়েছিলেন, বর্তমানে কাজেই মনোযোগ দিচ্ছেন তিনি। কিন্তু এরই মাঝে নতুন খবর এল। জানা গেছে, মা হচ্ছেন জয়া আহসান!

গেল বছরের ডিসেম্বর মাসেই আভাস পাওয়া গিয়েছিলো টলিউডের নতুন ছবিতে যুক্ত হতে যাচ্ছেন জয়া আহসান। যেটার নাম ‘ডিয়ার মা’। সিনেমাটি নির্মাণ করছেন পশ্চিমবঙ্গের খ্যাতিমান নির্মাতা অনিরুদ্ধ রায় চৌধুরী। যিনি বলিউডে ‘পিংক’, ‘লস্ট’, ‘কড়ক সিং’-এর মতো ছবি বানিয়ে মুগ্ধ করেছেন দর্শক-সমালোচকদের। এবার আনন্দবাজার পত্রিকা সূত্রে জানা গেছে, এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে পাওয়া যাবে জয়া আহসানকে। অর্থাৎ এবার পর্দায় ‘মা’ হয়ে সামনে আসছেন তিনি। 

এটা এ অভিনেত্রীর জন্যও নতুন ও ব্যতিক্রম অভিজ্ঞতা জানিয়ে জয়া বলেন, ‘টনিদার সঙ্গে ছবি করব বলে অনেক দিন ধরে ভাবছিলাম। আমিও অপেক্ষা করছিলাম, কখন ডাকবেন তিনি। কিন্তু মাঝে হিন্দি ছবিটা চলে এল। আমরাও সেটা করে ফেললাম। এই বাংলা ছবিটা যখন তৈরি হলো, আমাকে শোনালেন, তখন ভাবলাম, তিনি বেশ কিছুদিন আগে থেকেই এমনটা ভাবছেন। আমাদের বেশ কিছুদিন ধরে কথাবার্তা চলছিল। অবশেষে সব চূড়ান্ত হলো।’

‘ডিয়ার মা’ ছবির গল্প প্রসঙ্গে জয়া বললেন, ‘এটা সম্পর্কের গল্প। টনিদা তো মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের গল্প বলেন, তেমনই একটা গল্প। মা, মায়ের সন্তান, সম্পর্ক, পরিবার—এগুলো নিয়ে এগোবে ছবিটি। ছবিতে আমার চরিত্রটিও একজন মায়ের। বলতে গেলে প্রথমবারের মতো মায়ের কোনো চরিত্রে অভিনয় করব। কারণ এই গল্পটা আগে কখনও বলা হয়নি। তাই এটা পর্দায় বলা খুব জরুরি ছিল। এ ধরনের চরিত্রও আমি আগে করিনি। তাছাড়া টোনিদা (অনিরুদ্ধ) সংবেদনশীলভাবে গল্প বলেন, যেটা আমার খুব ভালো লাগে।’

জানা গেছে, মে মাসে ছবিটির শুটিং শুরু হবে। তার আগে চলছে প্রস্তুতি। গতকাল কলকাতায় সিনেমাটির কর্মশালা থেকে থেকে জয়া জানান, ‘টনিদা তো তাঁর ছবির জন্য কর্মশালা করান। স্ক্রিপ্ট রিডিং সেশনও চলছে। শিল্পীদেরও ডাকেন, যেমন হয় আরকি একটা ছবিতে। আমাদের এই ছবি নিয়ে সেভাবে সব ধরনের প্রস্তুতি চলছে। আরেকটা কথা হচ্ছে, স্ক্রিপ্টটাই এমনভাবে তৈরি, যা চরিত্র হয়ে ওঠার প্রস্তুতিটা সহজ করে দেয়। এই ছবির ক্ষেত্রে তেমনটাই হয়েছে।’