ফরিদপুরে মন্দিরে আগুন, দুই ভাইয়ের মৃত্যু

ফরিদপুর সংবাদদাতা

দ্য নিউজ/এমএম

প্রকাশিত : ০৬:৩২ পিএম, ১৯ এপ্রিল ২০২৪ শুক্রবার | আপডেট: ০৬:৩৩ পিএম, ১৯ এপ্রিল ২০২৪ শুক্রবার

ফরিদপুরের মধুখালীতে কালী প্রতীমায় আগুন দেওয়ার ঘটনার জেরে শুরু হয় গণ্ডগোল। সন্দেহভাজন অভিযুক্তদের ওপর হামলা চালায় সনাতন ধর্মালম্বী এলাকাবাসী। তাতেই নিহত হয়েছে দুই ভাই। দুজনই ছিলেন নির্মাণ শ্রমিক।

নিহত দুজন হলেন- আশরাফুল খান (২১) ও আরশাদুল খান (১৮)। দুজনই মধুখালীর নওপাড়া ইউনিয়নের চৌপেরঘাট গ্রামের শাহজাহান খানের ছেলে। চিকিৎসাধীন অবস্থায় দুই ভাই-ই মারা যান।

স্থানীয় সূত্রে জানা যায়, পঞ্চপল্লি গ্রামের কালী মন্দিরের পাশেই অবস্থিত পঞ্চপল্লি সরকারি প্রাথমিক বিদ্যালয়। সেখানেই শৌচাগার নির্মাণের কাজ চলছিলো। সেখানে কালীপূজার প্রতিমা কাটাকা‌টি নির্মাণ শ্রমিক ও এলাকাবাসীর। এরপর সন্ধ্যার দিকে প্রতিমায় অগ্নি সংযোগের ঘটনা ঘটে। নির্মাণ শ্রমিকদের সন্দেহ করে তাদের বেঁধে বেধড়ক পেটানো হয়।

ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান তালুকদার বলেন, ‘পঞ্চপল্লী মন্দিরে আগুনের ঘটনা ঘটেছে। ঘটনার জের ধরে এলাকাবাসী নির্মাণ শ্রমিকদের ওপর হামলা চালায়। আমরা এখনও ঘটনাস্থলে যাইনি। তবে দুজনের মৃত্যুর খবর পেয়েছি।’