ঢাকা শুক্রবার, ১৭ মে ২০২৪ 

‘দেশের খেলায় কাজে আসবে মোস্তাফিজের আইপিএল অভিজ্ঞতা’

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৫:৩২, ২ মে ২০২৪

শেয়ার

‘দেশের খেলায় কাজে আসবে মোস্তাফিজের আইপিএল অভিজ্ঞতা’

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) দুর্দান্ত ফর্ম দেখিয়েছেন মোস্তাফিজুর রহমান। উইকেট শিকারে ছিলেন শীর্ষস্থানের লড়াইয়ে। কাটার মাস্টারের আইপিএল অভিজ্ঞতা বাংলাদেশের খেলায় কাজে আসবে বলে মনে করেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

গতকাল চেন্নাইয়ের হয়ে আইপিএল ২০২৪ আসরের শেষ ম্যাচটি খেলেছেন মোস্তাফিজুর রহমান। জিম্বাবুয়ে সিরিজের জন্য চেন্নাইয়ের হয়ে ৯ ম্যাচ খেলেই দেশে ফিরছেন মোস্তাফিজ। আজ চট্টগ্রামে সংবাদ সম্মেলনে টাইগার অধিনায়ক শান্ত বলেন, ‘অবশ্যই (মোস্তাফিজের আইপিএল অভিজ্ঞতা) কাজে দেবে। যে পরিবেশে ও খেললো, অনেক বড় টুর্নামেন্ট। ওখানে ভালো করলে স্বাভাবিকভাবেই আত্মবিশ্বাস বেড়ে যায়।’

চেন্নাই সুপার কিংসের জার্সিতে ৯ ম্যাচে ১৪ উইকেট নিয়েছেন টাইগার পেসার। যা এখন পর্যন্ত আসরে যৌথভাবে সর্বোচ্চ উইকেট। শান্ত বলেন, ‘ওখানে (আইপিএল) আরো বড় বড় ব্যাটারদের বল করেছে, সবচেয়ে ভালো কথা ভালো উইকেটে ভালো বোলিং করেছে। ঐ আত্মবিশ্বাস নিয়ে আসবে। এখানেও একই পারফরম্যান্স করতে পারলে দল অনেক এগিয়ে যাবে। মোস্তাফিজ আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ।’

আগামীকাল চট্টগ্রামে শুরু হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ের ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। প্রথম ৩টি ম্যাচে নেই মোস্তাফিজুর রহমান। সিরিজের ৪র্থ টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারেন তিনি।

দ্য নিউজ/ এআই

live pharmacy
umchltd