ঢাকা শুক্রবার, ১৭ মে ২০২৪ 

‘দুর্দান্ত সানচো’তে বিস্মিত নন ডর্টমুন্ড কোচ

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৪:০৯, ২ মে ২০২৪

শেয়ার

‘দুর্দান্ত সানচো’তে বিস্মিত নন ডর্টমুন্ড কোচ

উয়েফা চ্যাম্পিয়নস লীগ সেমিফাইনালের প্রথম লেগে পিএসজিকে হারিয়েছে বরুশিয়া ডর্টমুন্ড। নিকো স্লোটারব্যাকের অ্যাসিস্টে জয়সূচক একমাত্র গোলটি করেন নিকলাস ফুলক্রুগ। গোলে অবদান রাখতে না পারলেও পাদপ্রদীপের পুরো আলোটুকু কেড়েছেন জ্যাডন সানচো। অসাধারণ পারফরম্যান্সে তিনি মাতিয়েছেন মাঠ। সাম্প্রতিক সময়ে ইংলিশ উইঙ্গারের এমন চেহারা ভুলে যেতে বসেছিলেন অনেকে। তাই এই পারফরম্যান্স কিছুটা অবাকও করেছে অনেককে। তবে সানচোর নৈপুণ্যে বিস্মিত হননি ডর্টমুন্ড কোচ এডিন টারজিচ।

গতকাল সিগনাল ইদুনা পার্কে ডর্টমুন্ড-পিএসজি ম্যাচে ৯০ মিনিট ম্যাচ খেলে বলে পা ছোঁয়ান ১০০ বার। সঠিক পাস দেন ৮৮ শতাংশ। গোলের বড় সুযোগ তৈরি করেন একটি। ডিব্রলিংয়ে ১৮ বারের প্রচেষ্টায় ১৩ বারই সফল হন সানচো। দুর্দান্ত পারফরম্যান্সে ডর্টমুন্ড-পিএসজি ম্যাচের সেরাও নির্বাচিত হন সর্বোচ্চ ৮.৩ রেটিং পয়েন্ট পাওয়া এই উইঙ্গার। ম্যাচ শেষে সানচোর প্রশংসায় ডর্টমুন্ড কোচ টারজিচ বলেন, ‘তার পারফরম্যান্সে আমি একটুও অবাক নই। অনুশীলনে এই ধরনের মান সে তুলে ধরে প্রায়ই। ম্যাচে সবসময় তা বয়ে আনা সহজ নয় অবশ্যই, বিশেষ করে কেউ যখন লম্বা সময় ধরে ছন্দের জন্য ধুঁকতে থাকে।’

টারজিচ বলেন, ‘তবে আমরা জানি তার মান কেমন এবং আজকে সে তা দেখিয়েছে আবার। জেডনের কাছ থেকে এরকম একটি পারফরম্যান্সই আমাদের প্রয়োজন ছিল।’

বরুশিয়া ডর্টমুন্ডের জার্সিতেই উত্থান জ্যাডন সানচোর। জার্মান বুন্দেসলিগায় ছন্দ দেখিয়ে ২০২১ সালে ইংলিশ প্রিমিয়ার লীগের দল ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন তিনি। বর্তমানে ম্যানইউ থেকে ধারে খেলছেন ডর্টমুন্ডে। ম্যাচ শেষে সানচো বলেন, ‘১৭ বছর বয়সে এই ক্লাবে এসেছি আমি এবং তারা আমাকে সুযোগ করে দিয়েছে পেশাদার ফুটবলে খেলার। আমি খুবই উচ্ছ্বসিত যে, ক্লাবের সব স্টাফ ও ফুটবলাররা আমাকে দারুণভাবে স্বাগত জানিয়েছে এখানে।’

ধারের মেয়াদ শেষে ডর্টমুন্ডে স্থায়ী হবেন নাকি ফিরে যাবেন ম্যানচেস্টার ইউনাইটেডে? এমন প্রশ্নের জবাবে সানচো বলেন, ‘সত্যিই জানি না… আপাতত আমি স্রেফ বর্তমানেই মনোযোগ দিতে চাই।’

পিএসজির বিপক্ষে দেখানো ছন্দ ধরে রাখার প্রত্যয় জানিয়ে সানচো বলেন, ‘আমি প্রতিটি ম্যাচ ধরে এগোতে চাই এবং আশা করি, এই ফর্ম ধরে রাখতে পারব।’

দ্য নিউজ/ এআই

live pharmacy
umchltd