ঢাকা শুক্রবার, ১৭ মে ২০২৪ 

বাংলাদেশের হারে ‘লজ্জাজনক’ রেকর্ড ফাহিমার

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০:৫৮, ৩০ এপ্রিল ২০২৪

শেয়ার

বাংলাদেশের হারে ‘লজ্জাজনক’ রেকর্ড ফাহিমার

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়লো বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ সিলেটে ভারতের কাছে ডিএলএস মেথডে ১৯ রানের হারের ম্যাচে লজ্জাজনক এক রেকর্ড গড়েন বাংলাদেশের ফাহিমা খাতুন।

আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ১১৯ রান তোলে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ভারতীয় স্পিনার রাধা যাদবের করা ১০ম ওভারের ৩য় বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। পরের বলেই একইভাবে আউট হন ফাহিমা খাতুন। শূন্য রানে সাজঘরে ফেরেন তিনি। এতে মেয়েদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ডাকের রেকর্ড গড়লেন ফাহিমা। এই ব্যাটারের ডাক সংখ্যা এখন ৯টি। এতে টপকে যান লতা মন্ডলের ৮ ডাকের রেকর্ডকে।

শুধু ফাহিমা খাতুন নয়, ডাকের রেকর্ড গড়েছেন ভারতীয় ব্যাটার শেফালি ভার্মাও। মেয়েদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারতের হয়ে সর্বোচ্চ ৭ ডাকের রেকর্ড গড়েছেন তিনি। টপকে গেছেন ভারতীয় অধিনায়ক হারমানপ্রীত করের ৬ ডাকের রেকর্ডকে।

মেয়েদের ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টিতে ডাকের রেকর্ডের বৈশ্বিক তালিকায় বাংলাদেশের ফাহিমা খাতুনের অবস্থান যৌথভাবে ষষ্ঠ। ৯ বার ডাক মারা নারী ক্রিকেটার রয়েছেন আরো ৮ জন। এই তালিকায় যৌথবাবে অষ্টম ভারতের শেফালি ভার্মা।

দ্য নিউজ/ এআই

live pharmacy
umchltd