ঢাকা শুক্রবার, ১৭ মে ২০২৪ 

বৃষ্টি আইনে বাংলাদেশের হার

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০:২০, ৩০ এপ্রিল ২০২৪

আপডেট: ২০:২৮, ৩০ এপ্রিল ২০২৪

শেয়ার

বৃষ্টি আইনে বাংলাদেশের হার

দেশজুড়ে চলছে প্রচণ্ড দাবদাহ। খরতাপে পুড়ছে জনজীবন। তবে বিপরীত চিত্র সিলেটে। তুলনামূলক তাপমাত্রা কম চায়ের দেশে। হচ্ছে নিয়মিত বৃষ্টিও। আজ ভারি বর্ষণের প্রভাব পড়েছে বাংলাদেশ-ভারত নারী ক্রিকেট দলের দ্বিতীয় টি-টোয়েন্টিতেও। বৃষ্টিবিঘ্নিত ম্যাচটিতে হেরেছে টাইগ্রেসরা। ডিএলএস মেথডে ১৯ রানের জয়ে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেলো ভারতের মেয়েরা।

আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভার খেলে ১১৯ রান তোলে বাংলাদেশ নারী ক্রিকেট দল। টাইগ্রেসদের ইনিংসে প্রথম দফায় নামে ভারি বর্ষণ। বৃষ্টি থামার পর ফের ব্যাটিংয়ে নামে নিগার সুলতানা জ্যোতির দল। রান তাড়ায় ব্যাটিংয়ে নেমে ৫.২ ওভারে ১ উইকেটে ৪৭ রান তোলে ভারত। এরপরই শুরু হয় বৃষ্টি। খেলা শুরু না হওয়ায় বৃষ্টি আইনে ভারতকে বিজয়ী ঘোষণা করে ম্যাচ আম্পায়াররা।

এর আগে টসে জিতে ব্যাটিংয়ে নেমে দলীয় ১৪ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ৬ বলে ২ চারে ১০ রান করে সাজঘরে ফেরেন দিলারা আক্তার। দ্বিতীয় উইকেটে মুর্শিদা খাতুনের সঙ্গে ২৮ রানের জুটি গড়েন সোবহানা মোস্তারি। ১৫ বলে ৪ বাউন্ডারিতে মোস্তারি ১৯ রানে ফিরলে ভাঙে এই পার্টনারশিপ। বাংলাদেশের আসা-যাওয়ার খেলায় সর্বোচ্চ ৪৬ রান করেন ওপেনার মুর্শিদা খাতুন। ৪৯ বলের ইনিংসটি ৫ বাউন্ডারিতে সাজান তিনি। এছাড়া ১৮ বলে ২ বাউন্ডারিতে ২০ রান করেন ঋতু মণি। বাকিদের কেউ ছুঁতে পারেননি দুই অঙ্কের কোঠা। ডাক রয়েছে একটি।

ভারতের রাধা যাদব ৪ ওভারে ১৯ রানের খরচায় ৩ উইকেট নেন। দুটি করে উইকেট পান দীপ্তি শর্মা এবং শ্রেয়াঙ্কা পাটিল। এক উইকেট পান পূজা বস্ত্রকার।

পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ভারতের কাছে ৪৪ রানে হারে বাংলাদেশ। সিরিজের বাকি তিন ম্যাচ হবে যথাক্রমে ২, ৬ ও ৯ মে।

দ্য নিউজ/ এআই

live pharmacy
umchltd