ঢাকা শুক্রবার, ১৭ মে ২০২৪ 

‘দুই গোল খেয়ে ৩-৪ গোল দিতে পারে বার্সেলোনা’

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৮:৫৭, ৩০ এপ্রিল ২০২৪

শেয়ার

‘দুই গোল খেয়ে ৩-৪ গোল দিতে পারে বার্সেলোনা’

সময়টা ভালো যাচ্ছে না বার্সেলোনার। স্প্যানিশ সুপার কাপ, কোপা দেল রে এবং উয়েফা চ্যাম্পিয়নস লীগে ব্যর্থতার পর এবার লা লিগায় শিরোপা বঞ্চিত হওয়ার শঙ্কায় ব্লাউগ্রানারা। টিকে থাকার লড়াইয়ে গত রাতে ভ্যালেন্সিয়ার বিপক্ষে হারতে বসেছিল বার্সেলোনা। তবে দ্বিতীয়ার্ধ পর্যন্ত ২-১ গোলে পিছিয়ে থাকা কাতালানরা শেষ পর্যন্ত তুলে নেয় ৪-২ গোলের বড় জয়। বার্সেলোনাকে জিতিয়ে ম্যাচ শেষে হ্যাটট্রিক হিরো রবার্ট লেভানদোভস্কির হুঙ্কার, ‘২ গোলে পিছিয়ে পড়ার পর ৩-৪ গোল দিতে পারে বার্সেলোনা।’

অলিম্পিক লুইস কোম্পানিস স্টেডিয়ামে ম্যাচের ২২ মিনিটে এগিয়ে যায় স্বাগতিক বার্সেলোনা। গোলটি করেন স্প্যানিশ মিডফিল্ডার ফার্মিন লোপেজ। ২৭ মিনিটে স্প্যানিশ স্ট্রাইকার হুগো ডুরোর গোলে সমতা টানে ভ্যালেন্সিয়া। ৩৮ মিনিটে সফল স্পটকিকে সফরকারীদের লিড এনে দেন আরেক স্প্যানিয়ার্ড পেপেলু। ৪৫+৪ মিনিটে লাল কার্ডের খড়গে ১০ জনের দলে পরিণত হয় ভ্যালেন্সিয়া। দ্বিতীয়ার্ধে এই সুযোগের সদ্ব্যবহার করে বার্সেলোনা। তিন গোল করে জয় তুলে নেয় ব্লাউগ্রানারা। ৪৯, ৮২ ও ৯০+৩ মিনিটে তিনবার জালে বল পাঠিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন বার্সেলোনার পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানদোভস্কি। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমরা খুশি যে তিন পয়েন্ট পেয়েছি। যদিও ম্যাচে সবকিছু সবসময় আমাদের পরিকল্পনা মতো হয়নি। তবে এটা ফুটবল। প্রতিপক্ষও শক্তিশালী ছিল।’

লেভানদোভস্কি বলেন, ‘আমাদের কাজটা সহজ ছিল না। প্রথমার্ধে ওরা খুব বেশি জায়গা দেয়নি আমাদের। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, বিশ্বাস রাখা। আমরা বার্সা এবং আমরা জানি যে, যদিও আমরা দুই গোল খেয়েছি, তিন-চার গোল আমরা করতে পারি।’

ভ্যালেন্সিয়ার বিপক্ষে দুই গোল হজম অনুচিত দাবি করে লেভানদোভস্কি বলেন, ‘অবশ্যই দুটি গোল আমাদের হজম করা উচিত হয়নি। তবে ফুটবলে এরকম হতেই পারে। আমরা জানতাম, আরো গোল আমরা করতে পারি। ১-০ গোলে জয়ের চেয়ে ৪-২ গোলের জয়ই আমার কাছে বেশি ভালো লাগে।’

এই জয়ে স্প্যানিশ লা লিগা টেবিলের শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্ট ব্যবধান কিছুটা কমালো বার্সেলোনা। ৮৪ পয়েন্ট গ্যালাটিকোদের। ৭৩ পয়েন্ট বার্সার। ১১ পয়েন্টে এগিয়ে রিয়াল। দুই দলেরই মৌসুমে বাকি ৫ ম্যাচ করে। শিরোপা সম্ভাবনা নিয়ে লেভানদোভস্কি বলেন, ‘এখনও পাঁচটি ম্যাচ বাকি আছে আমাদের। দলের পয়েন্ট কত, এটা এখন গুরুত্বপূর্ণ নয়। আমাদের মানসিকতা এখন এমনভাবে গড়ে নিতে হবে যে, প্রতিটি ম্যাচই যেন আমরা জিততে পারি এবং আগ্রাসী ফুটবল খেলতে পারি, সমর্থকদের যেন আনন্দ দিতে পারি। সামনের সব ম্যাচই জয়ের চেষ্টা করব।’

দ্য নিউজ/ এআই

live pharmacy
umchltd