ঢাকা বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪ 

মেসি ভক্তদের দলে নেবেন না এই কোচ

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৫:৩৯, ২৭ এপ্রিল ২০২৪

আপডেট: ১৫:৪৪, ২৭ এপ্রিল ২০২৪

শেয়ার

মেসি ভক্তদের দলে নেবেন না এই কোচ

শেষ বাঁশি বেজে গেছে, ঘরের মাঠে পিএসজির কাছে হেরেছে রিমস। ২০২১ সালের আগস্টে লিগ ওয়ানে অনুষ্ঠিত ম্যাচটির ফল বিপক্ষে এলেও খেলা শেষে নিজের শিশুপুত্রকে নিয়ে লিওনেল মেসির কাছে ছুটে যান রিমস গোলরক্ষক প্রিড্রাগ রাজকোভিচ। আর্জেন্টাইন সুপারস্টারের সঙ্গে ক্যাপচার করেন নিজ সন্তানের ছবি। হয়তো ছেলেকে ইতিহাসের শ্রেষ্ঠ ফুটবলারের সান্নিধ্য মিস করাতে চাননি তিনি। শুধু রাজকোভিচ নয়, প্রতিপক্ষ হয়েও মেসি ভক্ত ফুটবলারের কমতি নেই। তবে রাইভাল হয়ে আর্জেন্টাইন সুপারস্টারের প্রতি মুগ্ধতার বিষয়টি গ্রহণযোগ্য নয় এমএলএস দল নিউ ইংল্যান্ডের কোচ কালেব পর্টারের কাছে।

আগামীকাল ভোরে এমএলএসের ম্যাচে ইন্টার মায়ামির মুখোমুখি হবে নিউ ইংল্যান্ড। দলটির কোচ কালেব পর্টারের হুমকি, মেসি ভক্ত কোনো খেলোয়াড়কে একাদশে নেবেন না তিনি। ম্যাচের আগে তিনি বলেন, ‘তারা যদি মুগ্ধতায় আচ্ছন্ন থাকে, তবে তাদের সেখানে থাকার দরকার নেই।’

পর্টার বলেন, ‘আমাদের লীগে আপনি প্রতি সপ্তাহে কারো না কারো প্রতি মুগ্ধ হতে পারেন। আমাদের লীগে অনেক বড় মাপের খেলোয়াড় আছে। ব্যাপারটা অনেকটা এটা বলার মতো যে, আপনি যদি লেব্রন জেমসের বিপক্ষে এনবিএতে খেলেন তবে কি তার প্রতি আপনি মুগ্ধ হয়ে থাকবেন? যদি আপনি হন, তবে আপনার খেলার দরকার নেই। আমি চেষ্টা করব যাদের মুগ্ধ হওয়ার সম্ভাবনা আছে, তেমন কাউকে একাদশে না রাখার।’

ইন্টার মায়ামি-নিউ ইংল্যান্ডের ম্যাচটি দেখতে গিলেত্তে স্টেডিয়ামে প্রায় ৬০ হাজার দর্শকের সমাগম হওয়ার সম্ভাবনা রয়েছে। দর্শকদের আগ্রহ তুঙ্গে থাকার কারণটিও নিঃসন্দেহে মায়ামি অধিনায়ক মেসি। কালেব পর্টার বলেন, ‘ছেলেরা খুবই রোমাঞ্চিত। স্টেডিয়াম একেবারে দর্শকপূর্ণ থাকবে। আমার মনে হয় এটা বোস্টনের খেলার ইতিহাসে সর্বোচ্চ (দ্বিতীয় সর্বোচ্চ) উপস্থিতির ফুটবল ম্যাচ হতে যাচ্ছে। আর এমন ম্যাচের জন্য আপনি উজ্জীবিত হতে না পারেন, রোমাঞ্চিত হতে না পারেন এবং পারফর্ম করতে না পারেন, তবে আপনার ম্যাচটি খেলতে যাওয়ার দরকার নেই।’

নিউ ইংল্যান্ড ম্যাচের প্রস্তুতি নিয়ে ইন্টার মায়ামি কোচ জেরার্ডো টাটা মার্টিনো বলেন, ‘দলের সব খেলোয়াড় প্রস্তুত আছে, যারা সুস্থ আছে তারা দলের সঙ্গে যাবে। পরে আমরা নিউ ইংল্যান্ডের বিপক্ষে কোন ফরমেশনে খেলব তা ঠিক করব।’

দ্য নিউজ/ এআই

live pharmacy
umchltd