ঢাকা বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪ 

মেসির অধিনায়কত্বে অভিযোগ সাবেক বার্সা তারকার

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৪:২১, ২৭ এপ্রিল ২০২৪

শেয়ার

মেসির অধিনায়কত্বে অভিযোগ সাবেক বার্সা তারকার

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় লিওনেল মেসি। আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো এলএমটেন দেশটির ইতিহাসের সেরা অধিনায়কও। শুধু জাতীয় দল নয়, বার্সেলোনার ক্যাপ্টেন হিসেবেও অনন্য ছিলেন আর্জেন্টাইন সুপারস্টার। তবে অধিনায়ক মেসির শ্রেষ্ঠত্বে প্রশ্ন তুলেছেন বার্সেলোনার সাবেক ফুটবলার ইভান রাকিটিচ।

২০১৪ থেকে ২০২০ সাল- দীর্ঘ ছয় বছর বার্সেলোনায় ছিলেন ক্রোয়াট মিডফিল্ডার ইভান রাকিটিচ। এই সময়ের মধ্যে চারটি স্প্যানিশ লা লিগা জেতেন তিনি, তিনজন ভিন্ন অধিনায়কের অধীনে। জাভি হার্নান্দেজ, আন্দ্রেস ইনিয়েস্তা এবং লিওনেল মেসি। সম্প্রতি এক সাক্ষাৎকারে বর্তমানে সৌদি প্রো লীগের দল আল শাবাবে খেলা রাকিটিচ মেসিকে নিয়ে কথা বলেন। স্প্যানিশ দৈনিক দিয়ারিও এএসকে ৩৬ বছর বয়সী এই মিডফিল্ডার বলেন, ‘ইতিহাসের সেরা ফুটবলার মেসি। সে যদি চাইতো, সেরা লেফ্ট ব্যাকও হতে পারতো।’

এরপরই মেসির অধিনায়কত্বের কমতি তুলে ধরেন রাকিটিচ। প্রাক্তন সতীর্থকে নিয়ে ক্রোয়াট মিডফিল্ডার বলেন, ‘যদিও সে সবসময় সেরা অধিনায়ক হতে পারতো না। সতীর্থদের সবসময় সঠিক সিদ্ধান্তটা সে দিতে পারতো না। আর এই কারণেই হয়তো সে অন্যদের চেয়ে আলাদা।’

২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত বার্সেলোনার অধিনায়ক ছিলেন লিওনেল মেসি। আর্জেন্টাইন সুপারস্টারের নেতৃত্বে ২০১৮ সালে স্প্যানিশ লা লিগা জেতে বার্সেলোনা।

দ্য নিউজ/ এআই

live pharmacy
umchltd