ঢাকা শুক্রবার, ০৩ মে ২০২৪ 

ভারত-পাকিস্তান টেস্ট চান রোহিত শর্মা

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৫:৪০, ১৯ এপ্রিল ২০২৪

আপডেট: ১৫:৪৪, ১৯ এপ্রিল ২০২৪

শেয়ার

ভারত-পাকিস্তান টেস্ট চান রোহিত শর্মা

রাজনৈতিক বৈরিতার কারণে বছরের পর বছর মঞ্চস্থ হয় না ভারত-পাকিস্তানের ক্রিকেট ম্যাচ। শুধু আইসিসির ইভেন্টগুলোতেই দেখা হয় দুই চিরপ্রতিদ্বন্দ্বীর। এই বেড়াজাল ভেঙে নিয়মিত পাকিস্তানের মোকাবিলা করতে চান ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। বিশেষ করে নিরপেক্ষ ভেন্যুতে গ্রিন ক্যাপদের বিপক্ষে টেস্ট খেলা দারুণ ব্যাপার হবে বলে মনে করেন তিনি। 

‘ক্লাব প্রেইরি ফায়ার পডকাস্ট’-এ বুধবার সাবেক ইংলিশ অধিনায়ক ও ধারাভাষ্যকার মাইকেল ভন রোহিতকে জিজ্ঞেস করেন, টেস্ট ক্রিকেটের স্বার্থে ভারত ও পাকিস্তান উভয়ের জন্যই বিদেশে খেলা ভালো হবে কি না। উত্তরে রোহিত বলেন, ‘আমি তা পুরোপুরি বিশ্বাস করি।’

বিশ্বের অন্যতম সেরা বোলিং লাইনআপ বিবেচনা করা হয় পাকিস্তানকে। শাহিন আফ্রিদি-নাসিম শাহদের প্রশংসা করে ভারত অধিনায়ক রোহিত বলেন, ‘ওরা (পাকিস্তান) দল হিসেবে দারুণ। ওদের বোলিং লাইনআপ অসাধারণ। আমার মতে, দারুণ প্রতিদ্বন্দ্বিতা হবে, বিশেষ করে খেলাটা যদি বিদেশের কন্ডিশনে হয়। এটি দুর্দান্ত হবে।’

আইসিসি টুর্নামেন্টের বাইরে পাকিস্তানের বিপক্ষে নিয়মিত খেলতে চান কি না, ভনের প্রশ্নে রোহিত শর্মার উত্তর, ‘অবশ্যই আমি চাই।’

রোহিত শর্মা বলেন, ‘দিন শেষে আমরা প্রতিযোগিতার মধ্যে থাকতে চাই। আমার মনে হয় দুই দলের লড়াইটা হাড্ডাহাড্ডি হবে। আইসিসি ইভেন্টে আমরা তাদের বিপক্ষে খেলি, সেটা ব্যাপার না। আসলে আমি নির্ভেজাল ক্রিকেট খেলতে চাই। এর বাইরে আর কোনো কিছুতে আমার আগ্রহ নেই। ঝামেলামুক্ত ক্রিকেট, বল ও ব্যাটের লড়াই। যেখানে হবে দারুণ প্রতিদ্বন্দ্বিতা।’

২০০৫-০৬ মৌসুমে দ্বি-পাক্ষিক সিরিজ খেলতে সবশেষ পাকিস্তান সফরে যায় ভারত। সবশেষ ২০১২-১৩ মৌসুমে ভারত সফর করেছে পাকিস্তান। এরপর রাজনৈতিক কারণে দুই দলের দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ রয়েছে। নিরপেক্ষ ভেন্যুতে কোনো টুর্নামেন্ট বাদে দেখা হয়নি দুই দলের। সবশেষ ভারত-পাকিস্তান ম্যাচ হয় ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে।

দ্য নিউজ/ এআই

live pharmacy
umchltd