ঢাকা শুক্রবার, ১৭ মে ২০২৪ 

জরুরি সাংগঠনিক নির্দেশনা ছাত্রলীগের  

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:০৪, ২৪ এপ্রিল ২০২৪

শেয়ার

জরুরি সাংগঠনিক নির্দেশনা ছাত্রলীগের  

দেশের বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও কলেজসহ বিভিন্ন ইউনিটে ছাত্রলীগের নতুন কমিটি গঠনের জন্য জীবনবৃত্তান্ত আহ্বানের ক্ষেত্রে জরুরি সাংগঠনিক নির্দেশনা দেওয়া হয়েছে।

বুধবার ২৪ এপ্রিল ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান স্বাক্ষরিত এক জরুরি সাংগঠনিক নির্দেশনায় এ বার্তা দেওয়া হয়।

সাংগঠনিক নির্দেশনায় বলা হয়েছে, ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, বিশ্ববিদ্যালয়, মহানগর, জেলা সমমর্যাদার ইউনিট বা সরাসরি কেন্দ্র নিয়ন্ত্রিত মেডিকেল কলেজ, কলেজ ও অন্য ইউনিটের নতুন কমিটি গঠনের জন্য জীবনবৃত্তান্ত আহ্বানের সময় কোনো আর্থিক মূল্যমান বা মনোনয়ন ফি বা চাঁদা আদায় এবং নির্ধারণ করা যাবে না।

নির্দেশনায় আরও বলা হয়, একই সঙ্গে বিশ্ববিদ্যালয়, মহানগর, জেলা ও অন্য ইউনিট তাদের অধীনে কোনো ইউনিটের নতুন কমিটি গঠনের জন্য জীবনবৃত্তান্ত আহ্বানের সময় কোনো আর্থিক মূল্যমান বা মনোনয়ন ফি বা চাঁদা আদায় এবং নির্ধারণ করা যাবে না।

এ ছাড়া উপজেলা, কলেজ, পৌরসভা, ইউনিয়ন, ওয়ার্ড ও অন্য ইউনিট তাদের অধীনে কোনো ইউনিটের নতুন কমিটি গঠনের জন্য জীবনবৃত্তান্ত আহ্বানের সময় কোনো আর্থিক মূল্যমান বা মনোনয়ন ফি বা চাঁদা আদায় ও নির্ধারণ করা যাবে না।

উল্লিখিত নির্দেশনার ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে।
 

দ্য নিউজ/ এফ এইচ এস

live pharmacy
umchltd

সম্পর্কিত বিষয়: